বিপ্লবী ও ভারতে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ মুজাফফর আহমেদ ১৮৮৯ সালের ৫ আগস্ট চট্টগ্রাম জেলার সন্দ্বীপে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মনসুর আলী ছিলেন একজন আইনজীবী।
সন্দ্বীপের কাগিল হাইস্কুলে পড়ার সময়ই মুজফফর আহমদের সাংবাদিকতায় হাতে খড়ি হয়। মাওলানা মনিরুজ্জামান ইসলামবাদী সম্পাদিত `সাপ্তাহিক সুলতান` পত্রিকায় তিনি সন্দীপের স্থানীয় খবর পাঠাতেন।
আধুনিক শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতার আকর্ষণ এবং বুদ্ধিজীবীদের সাহচর্য লাভ করতে ধর্মনিরপেক্ষতা ও কৃষক-শ্রমিক শ্রেণীর মুক্তির রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন তিনি। ১৯১৭ সালে রুশ বিপ্লবের সাফল্য তাকে উদ্দীপ্ত করে। ১৯২১ সাল থেকে তিনি মার্কসবাদ চর্চা ও মার্কসবাদী রাজনীতিতে আত্মনিয়োগ করেন।
আইডিয়াল ন্যাশনাল বুক এজেন্সি ও গণশক্তি প্রেস তাঁরই সৃষ্টি। ‘Communist Party of India : Years of Formation’ এবং ‘Myself and the Communist Party of India’ দুটি তাঁর বিখ্যাত গ্রন্থ।
১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর একটি উক্তি হলো-
“ভণ্ডরাই ধর্মকে রাজনৈতিক
হাতিয়ার হিসাবে ব্যবহার করে।”