দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দান্না সম্প্রতি জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ছবিতে ধূমপানের দৃশ্যে অভিনয় করবেন না। এই ঘোষণার পরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটিজেনরা তার পুরনো এক ছবির দৃশ্য তুলে ধরে অভিযোগ করছেন, রাশ্মিকা নাকি দ্বিমুখী আচরণ করছেন।
রাশ্মিকা এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি ধূমপানকে ঘৃণা করেন। তার কথায়, সিনেমা হাতছাড়া হলেও নিজের নীতিতে আপস করবেন না। বিশেষ করে কিশোর-তরুণদের প্রভাবিত না করতে চান বলেই ধূমপানের দৃশ্যে না করার সিদ্ধান্ত। এমনকি এ কারণে একাধিক বড় বাজেটের ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন।
কিন্তু রাশ্মিকার এই বক্তব্য প্রকাশের পরই ভাইরাল হয়ে যায় তার পুরনো একটি ছবির ক্লিপ। সেখানে তাকে সিগারেট ধরাতে দেখা যায়। অনেকেই তাকে ভণ্ড, ঢঙি এবং দেখনদারি নীতির অভিযোগে তুলাধোনা করতে শুরু করেন।
তবে রাশ্মিকা নিজের অবস্থান নিয়ে বরাবরই স্পষ্ট ছিলেন। তিনি কখনোই বাস্তবে ধূমপান করেন না। ধূমপায়ী কারও সঙ্গও পছন্দ করেন না। একবার এক ভক্ত তাকে জিজ্ঞেস করেছিলেন, “আপনি কতটা সিগারেট খান?” রাশ্মিকা তখন সোজাসাপ্টা উত্তর দিয়েছিলেন, “একটাও না, আমি ধূমপান ঘৃণা করি।”
সমালোচকদের দাবি, তিনি নিজেই একসময় সিনেমায় সিগারেট ধরিয়েছেন, এখন আবার ধূমপানবিরোধী কথা বলছেন, এটা আসলে দ্বিমুখিতা। তবে অনেকে বলছেন, বিষয়টি পুরোপুরি অন্যরকম। ওই দৃশ্য ছিল তার ক্যারিয়ারের শুরুর দিকে, যখন হাতে তেমন পছন্দ করার সুযোগ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক অভিনেতা-অভিনেত্রীই নিজের সীমারেখা ঠিক করে নেন।
রাশ্মিকার সাম্প্রতিক সিদ্ধান্ত এবং ধারাবাহিক বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, এখন তিনি নিজের অবস্থান নিয়ে একেবারে কঠোর। কিশোর-তরুণদের জন্য ভালো বার্তা দিতেই তিনি বড় সিনেমার প্রস্তাবও ছেড়ে দিচ্ছেন।
শিল্পী হিসেবে রাশ্মিকার এই সিদ্ধান্তকে অনেকেই ব্যক্তিগত বিবর্তন হিসেবে দেখছেন। সমালোচনা যতই হোক, তার নিজের নীতি স্পষ্ট, কোনো পরিস্থিতিতেই ধূমপানের দৃশ্যে কাজ করবেন না। এই সিদ্ধান্ত হয়তো ট্রোলিংয়ের শিকার করছে তাকে, কিন্তু একজন অভিনেত্রী হিসেবে এটি তার নিজের বিবেকের কাছে জবাবদিহির গল্পও বটে।
এমআর