ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, রাজনীতিবিদ ও পরীক্ষামূলক বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক ফ্রান্সিস বেকন। তিনি ১৫৬১ সালের ২২ জানুয়ারি লন্ডনের স্ট্রান্ডের নিকট অবস্থিত ইয়র্ক হাউজে জন্মগ্রহণ করেন।
ফ্রান্সিস বেকনকে অভিজ্ঞতাবাদের জনক বলা হয়। তিনি দার্শনিক চিন্তাধারার কিছু মৌলিক তত্ত্ব প্রবর্তন করেন, যেগুলোকে বেকনিয়ান মেথডও বলা হয়ে থাকে।
তিনি বিজ্ঞান, দর্শন, শিক্ষা, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে পঞ্চাশেরও বেশি বই লিখেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- এসেজ (১৫৯৭), দ্য অ্যাডভান্সমেন্ট অব লার্নিং ডিভাইন অ্যান্ড হিউম্যান (১৬০৫), নাভাম অর্গানাম সায়েন্টিয়ারম (নিউ মেথড, ১৬২০) ও নিউ আটলান্টিস (১৬২৭)।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি ১৬২৬ সালের ৯ এপ্রিল লন্ডনের বাইরে হেইগেট এলাকার অরুনডেল ম্যানশনে মৃত্যুবরণ করেন।
তাঁর একটি উক্তি হলো-
“রক্ষীরা জীবন দেয় কিন্তু আত্মসমর্পণ করে না।”