সিলেটে সাদাপাথর লুটকাণ্ডে অভিযুক্ত বিএনপির পদ হারানো নেতা সাহাব উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় তাকে কারাগারে পাঠানো হয়।
সিলেট জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মো. জামশেদ আলম বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলার নথি আদালতে উপস্থাপন করা হলে আসামিকে ৪৩১ ধারা দণ্ডবিধিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমুলি আদালত ৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল তাকে জেলে পাঠানোর আদেশ দেন। তিনি জানান, রিমান্ড শুনানির জন্য দিন তারিখ এখনও ধার্য হয়নি।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সাহাবুদ্দিনকে গ্রেফতার করে র্যাব। গ্রেপ্তারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।
এসএস/এসএন