৭১তম মিনিটে বদলি নেমে কয়েক সেকেন্ডের মধ্যেই আর্সেনালকে কাঙ্ক্ষিত গোল এনে দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ম্যাচের শেষদিকে আবার অ্যাসিস্ট করে গোল করালেন আরেক বদলি লিয়ান্দ্রো ট্রোসার্ডকে দিয়ে। তাতে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করলো আর্সেনাল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারাল তারা।
প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ চলছিল সমানে সমান। খুব একটা সুযোগ তৈরি করতে পারছিলেন না গানারদের নতুন দুই সাইনিং ভিক্টর ইয়োকেরেশ ও এবেরেচি এজে। যদিও গোল করার জন্য দুটি ভালো সুযোগ এসেছিল ইয়োকেরেশের সামনে। তবে ২৬ ও ৪৮তম মিনিটে বক্সের ভেতর থেকে নেয়া সুইডিশ স্ট্রাইকারের দুটিই হেড-ই লক্ষ্যে থাকেনি।
এদিন বিরতির আগে হেডের চেষ্টায় সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান ইয়োকেরেশ। তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি মাথায় ব্যান্ডেজ বেঁধে। ৬৫তম মিনিটে তাকে তুলে বদলি নামানো হয় ট্রোসার্ডকে। ৭১তম মিনিটে এবেরেচি এজের বদলি নামেন মার্তিনেল্লি।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে নামতেই বদলে যায় ম্যাচের মোড়। মাঝমাঠে লাফিয়ে ফ্লিক করে তাকে চমৎকার এক পাস দেন ট্রোসার্ড। বল নিয়ন্ত্রণে নিয়ে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ছিটকে ফেলে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেল্লি।
এরপর নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে আবার দুই বদলি খেলোয়াড়ের রসায়ন। বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কাট-ব্যাট করেন মার্তিনেল্লি। দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে বল জালে পাঠান বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড। ২-০ গেলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে ডাচ ক্লাব পিএসভিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বেলজিয়ান ক্লাব ইউনিয়ন সেইন্ট-গিলোইজ।
এমআর