বলিউডের ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে বচহর খানেক ধরেই শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। যদিও সেসব গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে। জানা যায়, কোনো ধরনের বিচ্ছেদ পরিকল্পনা নয়, বরং সুখেই সংসার করছেন তারা। যদিও এ নিয়ে অভিষেক-ঐশ্বরিয়ার কারও স্পষ্ট কোনো মন্তব্য ছিলো না।
তবে এরই মধ্যে শোনা যায়, এখন শ্বশুরবাড়ি তথা বচ্চনবাড়ির চেয়ে নিজের বাড়িতেই সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া। এ নিয়ে কোনোরকম জল্পনা উঠতে তা নিয়ে স্পষ্ট করলেন পরিচালক প্রহ্লাদ কক্কড়।
প্রহ্লাদ জানিয়েছেন, ঐশ্বরিয়ার মা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাই তিনি শ্বশুরবাড়ির বদলে মায়ের পাশে সময় কাটাচ্ছেন। তার কথায়, ‘প্রতিদিনই ঐশ্বরিয়া তার মাকে দেখতে যেতেন। স্কুলে কন্যা আরাধ্যাকে পৌঁছে দিয়ে এরপর চলে যেতেন মায়ের কাছে। ফেরার সময় আবার মেয়েকে স্কুল থেকে তুলে ফিরতেন।’
প্রহ্লাদ বলেন, ‘মায়ের সঙ্গে ঐশ্বরিয়ার খুব ভালো সম্পর্ক। অসুস্থতার সময়ে খেয়াল রাখতেই তিনি নিয়মিত সময় কাটাচ্ছেন। এই কারণে গুজবকে গুরুত্ব দেওয়া হয়নি।’
এদিকে এও শোনা যায়, ঐশ্বরিয়ার বনিবনা নেই শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে। তবে প্রহ্লাদ মন্তব্য করেন, ‘এতে কী হয়েছে! তিনি এখনও ওই পরিবারের বউ। তার সংসারও সেটি। আমি জানতাম, বিবাহবিচ্ছেদের এসব জল্পনা মিথ্যা।’
প্রহ্লাদ আরও যোগ করেন, ‘মাকে নিয়ে তার চিন্তা স্বাভাবিক। মাঝে মাঝে অভিষেকও আসতেন তার মাকে দেখতে। বিচ্ছেদ হলে কি সে আসত? তাই গুজবে কখনও পাত্তা দেওয়া হয়নি।’
এবি/টিএ