সংস্কার ছাড়া নির্বাচন মানে জুলাই বিপ্লব অস্বীকার : হামিদুর রহমান আজাদ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল চাওয়া ছিল রাষ্ট্রব্যবস্থার সংস্কার। সেই সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজন করলে, সেটি আসলে জুলাই বিপ্লব অস্বীকার করার শামিল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও ‘পিআর পদ্ধতিতে’ (আনুপাতিক প্রতিনিধি নির্বাচন) ভোট অনুষ্ঠানের দাবি জানানো হয়।

ড. আজাদ বলেন, জামায়াত জুলাই বিপ্লবের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য আমরা পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এসব দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন নিশ্চিত করা। শুধু জামায়াত নয়-দেশের বহু ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল একই দাবিতে আন্দোলন করছে। 

বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, অনেকে বলে জামায়াত নাকি নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে যারা সংস্কার মানে না, জুলাই সনদ ও পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করে, তারাই আসলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের আন্দোলন করছি, নির্বাচন ঠেকাতে নয়।

ড. আজাদ আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। এবার আর কাউকে ফ্যাসিবাদী হতে দেওয়া হবে না। জাতি ঐক্যবদ্ধভাবে জুলাই সনদের আইনগত স্বীকৃতি, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আদায় করেই ছাড়বে। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি ও সন্ত্রাস কি জুলাই বিপ্লবের চাওয়া ছিল? অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসব দমনে ব্যর্থ হয়েছে। একটি বিশেষ দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনকে ব্যবহার করছে।

সংলাপ ও আলোচনার বিষয়ে তিনি বলেন, আমরা সব সংকট আলোচনার মাধ্যমে সমাধানে প্রস্তুত। প্রয়োজনে রাজপথেও সমাধান হবে। এমনকি গণভোটের মাধ্যমে জনমত যাচাই করতে রাজি আমরা। তবে সংস্কার ছাড়া সাজানো নির্বাচন করে আবার কাউকে ক্ষমতায় এনে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

তিনি বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছিল, মানবাধিকার উপেক্ষা করেছিল এবং বিরোধীদের দমন করেছিল। তখন ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনগণ রাজপথে নেমে এর প্রতিবাদ করেছিল।

সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে দলীয় প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। মিছিল পূর্ব রেজিস্ট্রারি মাঠের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা লোকমান আহমদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, বিশ্বনাথ উপজেলা আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ প্রমুখ।

সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আম্বরখানায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।




Share this news on:

সর্বশেষ

img
নভেম্বরের ৪ দিনে দেশে রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার Nov 05, 2025
img
চ্যাম্পিয়ন দলের ১০ ক্রিকেটার নিয়ে স্কোয়াড ঘোষণা করলো আফগানিস্তান Nov 05, 2025
img
জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে সাবেক শিক্ষার্থীরা Nov 05, 2025
img
ইসির সামনে তারেকের অনশন, নিয়ে আসা হয়েছে অ্যাম্বুলেন্স Nov 05, 2025
img
কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশগ্রহণ করবেন পূজা সেনগুপ্ত Nov 05, 2025
img
অবসরের প্রশ্নে চমকপ্রদ উত্তর দিলেন রোনালদো Nov 05, 2025
img
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের Nov 05, 2025
img
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে: গভর্নর Nov 05, 2025
img
টাইফুন কালমায়েগির তাণ্ডবে ফিলিপাইনের ৯৩ জনের প্রাণহানি Nov 05, 2025
img
বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের Nov 05, 2025
img
সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে বহিষ্কার Nov 05, 2025
img
মিরসরাইয়ে হবে ড্রোন কারখানা, চীনা কোম্পানির সঙ্গে বেপজার চুক্তি Nov 05, 2025
img
যুক্তরাষ্ট্রে মেয়র নির্বাচনে হেরে গেলেন জে ডি ভ্যান্সের সৎভাই কোরি বওম্যান Nov 05, 2025
img
দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করার আহ্বান হাসনাত আবদুল্লাহর Nov 05, 2025
img
নেপাল ও ভারতের বিপক্ষে ২৭ সদস্যের দল ঘোষণা করলো বাফুফে Nov 05, 2025
img
ভিসা ছাড়াই আরও এক দেশ ভ্রমণের সুযোগ পেলো বাংলাদেশিরা Nov 05, 2025
img
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে: তথ্য উপদেষ্টা Nov 05, 2025
img
১১ দিনের সরকারি সফরে সৌদি যাচ্ছেন ধর্ম উপদেষ্টা Nov 05, 2025
img
ওএসডি হলেন চাচাকে বাবা বানানো সেই ইউএনও কামাল Nov 05, 2025
img
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 05, 2025