৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন আজ

২০১৬ সালের ২২ নভেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে দলটি আর কোনো সম্মেলন করতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ৯ বছর পর এবার সম্মেলনের মাধ্যমে জেলা নেতৃত্ব নির্বাচনের আয়োজন করেছে বিএনপি। আজ (শনিবার) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

দুই পর্বে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলনে প্রথান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। 

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রথমপর্বের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মির্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।  এ ছাড়া বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

দীর্ঘদিন পরে দলের কাউন্সিলকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলনের সফলতা কামনা করে এবং কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে সাটানো হয়েছে পোস্টার-ব্যানার-প্যানাফ্ল্যাক্স। এসবে ছেয়ে গেছে পুরো শহর। নির্মাণ করা হয়েছে শত শত তোরণ। আয়োজকরা বলছেন, সম্মেলনে রেকর্ড সংখ্যক মানুষ অংশ নেবেন। সেজন্য পুরাতন স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে ওপরে কার্পেট দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন, রেকর্ড সংখ্যক দলীয় নেতাকর্মী সম্মেলনে অংশ নেবেন বলে আমাদের ধারণা। সম্মেলনের কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। প্রায় দুই হাজার ১শ কাউন্সিলর ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। 

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অডিশনের অপ্রীতিকর ঘটনা এখনও ভুলতে পারেননি অভিনেত্রী মৌনী রায় Nov 06, 2025
img
পাকিস্তান সব সময় বন্ধুর মতো পাশে থাকে: ইরানের স্পিকার Nov 06, 2025
img
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে বিএনপির গণসংযোগ Nov 06, 2025
img
মূল্যস্ফীতির জন্য নিজ সরকারকেই দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট Nov 06, 2025
img
চাদে পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩৩ Nov 06, 2025
img
সিমন্সকে গুগলিতে পরাস্ত করার গল্প শোনালেন আশরাফুল Nov 06, 2025
img
এবার ভিয়েতনামে আঘাত হানল টাইফুন কালমায়েগি Nov 06, 2025
img
বাংলাদেশ ম্যাচের আগে নেপাল ফুটবলে অসন্তোষের ঝড় Nov 06, 2025
img
বিএনপির পক্ষে জনজোয়ার দেখে কিছু দল হাংকি-পাংকি শুরু করেছে : প্রিন্স Nov 06, 2025
শাহরুখ-সালমান-আমিরের সম্ভাব্য যুগলবন্দি নিয়ে জল্পনা Nov 06, 2025
স্বাবলম্বিতার গল্প ভেজ্ঞে গেল রাজশাহীতে ফুটপাত উচ্ছেদে | Nov 06, 2025
পেঁয়াজ নিয়ে খেলা! Nov 06, 2025
প্রণোদনার ভাগ না দেয়ায় কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা Nov 06, 2025
'ব্যাডারা সমস্যার সমাধান করতে যাই, নারীদের রাখি না' Nov 06, 2025
img
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হলেন সোমা সাঈদ Nov 06, 2025
img
বিশ্বকাপ জয়ই আমার ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে : মেসি Nov 06, 2025
img
তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা Nov 06, 2025
img
ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন তাসকিন Nov 06, 2025
img
শাহরুখকে এখনই নিজের সিনেমায় নিতে চান না আরিয়ান! Nov 06, 2025
img
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার Nov 06, 2025