সাম্প্রতিক সময়ে দেশে সাম্প্রদায়িক শক্তির যে উত্থান ঘটছে, তার বিরুদ্ধে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) লড়ে যাবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিএমএ মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেছে উল্লেখ করে রুহিন হোসেন বলেন, ১৯৯০ ও ২৪-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হলেও দেশের মানুষের মুক্তি আসেনি। মানুষের মর্যাদা প্রতিষ্ঠার বিপরীতমুখী অবস্থানে দেশ চলছে।
তিনি বলেন, দেশের বর্তমান অবস্থার মৌলিক পরিবর্তন না হলে মানুষের মুক্তি সম্ভব নয়। এ জন্য বাম-গণতান্ত্রিক শক্তির উত্থান প্রয়োজন।
সিপিবির সাধারণ সম্পাদক বলেন, গণভিত্তিসম্পন্ন পার্টি গড়ে তোলা, শ্রেণি সংগ্রাম, বাম গণতান্ত্রিক প্রগতিশীল ঐক্য এবং শ্রেণি-পেশার মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলার মাধ্যমে চলমান গণতন্ত্রের সংগ্রামে শামিল হতে হবে।
তিনি এ প্রক্রিয়ায় সকল বাম ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইএ/টিকে