এরদোয়ানকে ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি উপহার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের (রা.) স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন ফিলিস্তিনের জেরুজালেমের গ্রিক অর্থোডক্স পাদরি থিওফিলোস জিয়ানোপোলোস। ৬৩৮ সালে জেরুজালেম দখলের পর খ্রিষ্টানদের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে ওই চুক্তিপত্র স্বাক্ষর করেন হজরত ওমর (রা.)।

তুর্কি বার্তা সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন মতে, গত রোববার (১৪ সেপ্টেম্বর) ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রাসাদে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন জেরুজালেমের গ্রিক অর্থোডক্স পাদরি থিওফিলোস জিয়ানোপোলোস। এ সময় এরদোয়ানের হাতে ঐতিহাসিক চুক্তিপত্রের প্রতিলিপি তুলে দেন তিনি।

প্রতিবেদন মতে, বৈঠকে গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও নানা ধর্মের মানুষের সহাবস্থানের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান এবং প্রেসিডেন্টের উপদেষ্টা আকিফ চাগাতায় কিলিচ।

ইতিহাস অনুসারে, ৬৩৮ খ্রিষ্টাব্দে মুসলিম বাহিনী বাইজেন্টাইন শাসকদের দখলে থাকা জেরুজালেম জয় করে। শহরটি খ্রিষ্টান ধর্মের কেন্দ্রীয় তীর্থস্থান হওয়ায় স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায় মুসলিম বিজয়ে আতঙ্কিত ছিল। তাদের আশঙ্কা ছিল, মুসলিম শাসকরা হয়তো তাদের উপাসনালয় ধ্বংস করবে, ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে অথবা জোরপূর্বক ধর্মান্তরে বাধ্য করবে।

কিন্তু বাস্তবে তাদের এই ধারণার ঠিক উল্টোটা ঘটে। খলিফা হজরত ওমর (রা.) শহরে প্রবেশ করেন সাধারণ পোশাকে বিনয়ের সঙ্গে, কোনো বিজয়ীর অহঙ্কার ছাড়াই। এরপর তিনি সরাসরি শহরের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং শান্তি ও নিরাপত্তার ঘোষণা দেন। ওই সময় একটি চুক্তিতেও স্বাক্ষর করেন তিনি।

গত রোববার সেই চুক্তিপত্রের একটি প্রতিলিপি এরদোয়ানকে উপহার দেন জেরুজালেমের পাদরি। এদিন খ্রিস্টান পাদরির সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে গাজার মানবিক বিপর্যয় ও ইসরাইলের আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এরদোয়ান।

তিনি বলেছেন, ‘জেরুজালেমে ইসরেইলের পদক্ষেপ শহরের ঐতিহাসিক মর্যাদা ও পবিত্রতাকে ধ্বংস করছে। মুসলিম, খ্রিষ্টান ও ইহুদিদের সহাবস্থানের ঐতিহ্য সরাসরি হুমকির মুখে ফেলেছে।’

এরদোয়ান আরও উল্লেখ করেন, নেতানিয়াহু এক ভয়াবহ গণহত্যার নকশা বাস্তবায়ন করছেন। সম্প্রতি কাতারের বিরুদ্ধেও হামলা চালিয়েছেন, তার শান্তির প্রতি কোনো দায়বদ্ধতা নেই। ইসরাইল এখন মসজিদ ও চার্চ কোনো কিছুই রেহাই দিচ্ছে না।’ এ সময় তিনি আশা প্রকাশ করেন, মুসলিম ও খ্রিষ্টান ঐতিহ্যবাহী স্থানগুলোর সুরক্ষায় ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হবে।

তুরস্ক দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। আঙ্কারার মতে, এটিই ইসরায়েল- ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানের একমাত্র উপায়। শুধু বেসামরিক নাগরিকদের সুরক্ষাই নয়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তার বিষয়েও সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্ক।

গত জুলাইয়ে জিয়ানোপোলোস ও লাতিন প্যাট্রিয়ার্ক পিজ্জাবাল্লা গাজার ধ্বংসযজ্ঞ সরেজমিনে দেখতে গিয়েছিলেন। সে সময় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হোলি ফ্যামিলি চার্চে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন তাঁরা।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ Sep 21, 2025
img
সিলেটের মাটিতে কোনো ধরনের অপরাধ হতে দেওয়া যাবে না : ডিসি সারওয়ার Sep 20, 2025
img
রাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা Sep 20, 2025
img
মিলিতাও ও এমবাপের দুর্দান্ত গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ Sep 20, 2025
img
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ Sep 20, 2025
img

ট্রাম্পের দাবি

ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ‘টাকা আয়’ করছে যুক্তরাষ্ট্র Sep 20, 2025
কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেফতার ৩ Sep 20, 2025
শিক্ষার্থীদের তোপের মুখে সিনেটে সংবাদ সম্মেলনে আসা শিক্ষকরা Sep 20, 2025
সাংবাদিক শিবলীর পরিবারের পাশে থাকবে ছাত্রদল— বললেন আবিদ Sep 20, 2025
img

এশিয়া কাপ ২০২৫

শানাকার ঝড়ো ফিফটিতে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা Sep 20, 2025
জামায়াত ও চরমোনাইকে সালাউদ্দিন আহমেদের কড়া জবাব Sep 20, 2025
img
দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ Sep 20, 2025
img
কোহলিকে টপকে স্মৃতি মান্ধানার রেকর্ড Sep 20, 2025
img
রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আলী রীয়াজ Sep 20, 2025
img
ফের ইনজুরিতে পড়লেন নেইমার জুনিয়র Sep 20, 2025
জামায়াতের সরকারি দল হওয়ার মন্তব্যের দাঁত ভাঙা জবাব দিলেন সালাহউদ্দিন Sep 20, 2025
আগামী নির্বাচনে জামায়াত সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে: শাহজাহান Sep 20, 2025
img
এভারটনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল Sep 20, 2025
বয়স কত ছিল? - সহকারী প্রেস সচিব Sep 20, 2025
পোষ্য কোটা ই'স্যু'তে এবার ভিন্নধর্মী চরিত্রে রাকসু প্রার্থী Sep 20, 2025