জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটের পর ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে তেহরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ হলেও ইরান তা অতিক্রম করবে বলে শনিবার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘তারা স্ন্যাপব্যাকের মাধ্যমে রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু মস্তিষ্ক আর চিন্তাই রাস্তা খোলে বা তৈরি করে। তারা আমাদের থামাতে পারবে না। তারা নাতাঞ্জ বা ফোর্দো আঘাত করতে পারে, কিন্তু তারা জানে না নাতাঞ্জ মানুষ তৈরি করেছে আর মানুষই আবার তা তৈরি করবে।’
গত মাসে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির অভিযোগের পর শুক্রবার নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপ আসে। তারা বলেছিল ইরান ২০১৫ সালের চুক্তি মানছে না, যা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার উদ্দেশ্যে করা হয়েছিল।
তেহরান অবশ্য এমন ইচ্ছা থাকার বিষয়টি অস্বীকার করেছে। পেজেশকিয়ানকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘আমরা কখনো অতিরিক্ত দাবির সামনে আত্মসমর্পণ করব না, কারণ পরিস্থিতি পরিবর্তনের ক্ষমতা আমাদের আছে।’
‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার ফলে এক সপ্তাহের মধ্যে তেহরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিলম্বের বিষয়ে কোনো সমঝোতা না হলে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে।
এই নিষেধাজ্ঞার আওতায় অস্ত্র নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণে নিষেধাজ্ঞা, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, বিশ্বব্যাপী সম্পদ জব্দ এবং ইরানি ব্যক্তি ও সংস্থার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ অন্তর্ভুক্ত থাকবে।
এমআর/টিকে