পাকিস্তানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছাতে সক্ষম!

পাকিস্তানের নিজস্ব তৈরি শাহীন–৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। সর্বোচ্চ ২,৭৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় সরাসরি ইসরায়েলও পড়ে। সাম্প্রতিক সৌদি আরবের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তির পর পাকিস্তান প্রথমবার স্পষ্ট ঘোষণা দিয়েছে যে, প্রয়োজনে দেশের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবের জন্যও ‘সহজলভ্য’ করা হবে।

জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, আমাদের পারমাণবিক সক্ষমতা বহু আগে থেকেই প্রতিষ্ঠিত। যুদ্ধক্ষেত্রের জন্য বিশেষ প্রশিক্ষিত বাহিনী রয়েছে। আমরা যা কিছু অর্জন করেছি, এই চুক্তির আওতায় তা সৌদি আরবের জন্যও প্রযোজ্য হবে।

পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি মূলত ভারতের সামরিক চাপে সাড়া হিসেবে গড়ে উঠেছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে এবং বর্তমানে কাশ্মীরের উত্তেজনার কারণে যুদ্ধের আশঙ্কা রয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টস অনুযায়ী, বর্তমানে ভারতের হাতে প্রায় ১৭২টি পারমাণবিক ওয়ারহেড, আর পাকিস্তানের রয়েছে প্রায় ১৭০টি।

বিশ্লেষকদের মতে, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। যদিও চুক্তিতে পারমাণবিক প্রযুক্তি বিনিময়ের বিষয় সরাসরি উল্লেখ নেই, প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।

বিশ্লেষকদের দৃষ্টিতে, এই বার্তা সরাসরি ইসরায়েলের উদ্দেশেই। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ইসরায়েলই একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচিত। সম্প্রতি কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হওয়ার পর গাজায় উত্তেজনা বেড়েছে এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগও বৃদ্ধি পেয়েছে।

গত বুধবার স্বাক্ষরিত সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, এক দেশের ওপর হামলা হলে তা অন্য দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। উভয় দেশই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পর্যবেক্ষণ চুক্তিতে স্বাক্ষর করেছে।

তবে আইএইএর পক্ষ থেকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসিফ তার সাক্ষাৎকারে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে আইএইএর কাছে পূর্ণ স্বচ্ছতা না থাকার বিষয়টিও সমালোচনা করেন।

পাকিস্তান দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সমালোচনা করে আসছে, যদিও সরাসরি কোনো যুদ্ধে জড়ায়নি। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র পূর্বে মধ্যস্থতা করলেও, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে সেই প্রক্রিয়া স্থগিত রয়েছে।

সূত্র: জিও টিভি, সৌদি গেজেট

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
শ্রীলঙ্কাকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন লিটন Sep 21, 2025
img
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে গেল বাংলাদেশ Sep 21, 2025
img
রাবিতে উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা শিক্ষার্থীদের Sep 21, 2025
img
রাবিতে পোষ্য কোটা নিয়ে উত্তেজনা, শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন Sep 21, 2025
img
বাংলাদেশি ১৩ জেলে ভারতের কারাগারে, আহাজারি স্বজনদের Sep 21, 2025
img
শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ Sep 21, 2025
img
সিলেটের মাটিতে কোনো ধরনের অপরাধ হতে দেওয়া যাবে না : ডিসি সারওয়ার Sep 20, 2025
img
রাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা Sep 20, 2025
img
মিলিতাও ও এমবাপের দুর্দান্ত গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ Sep 20, 2025
img
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ Sep 20, 2025
img

ট্রাম্পের দাবি

ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ‘টাকা আয়’ করছে যুক্তরাষ্ট্র Sep 20, 2025
কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেফতার ৩ Sep 20, 2025
শিক্ষার্থীদের তোপের মুখে সিনেটে সংবাদ সম্মেলনে আসা শিক্ষকরা Sep 20, 2025
সাংবাদিক শিবলীর পরিবারের পাশে থাকবে ছাত্রদল— বললেন আবিদ Sep 20, 2025
img

এশিয়া কাপ ২০২৫

শানাকার ঝড়ো ফিফটিতে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা Sep 20, 2025
জামায়াত ও চরমোনাইকে সালাউদ্দিন আহমেদের কড়া জবাব Sep 20, 2025
img
দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ Sep 20, 2025
img
কোহলিকে টপকে স্মৃতি মান্ধানার রেকর্ড Sep 20, 2025
img
রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আলী রীয়াজ Sep 20, 2025
img
ফের ইনজুরিতে পড়লেন নেইমার জুনিয়র Sep 20, 2025