পাওয়ার স্টার পাওয়ান কল্যাণের বহুল প্রতীক্ষিত ছবি ‘ওজি’ মুক্তির আগেই নতুন উচ্চতায় পৌঁছেছে দর্শক আগ্রহ। কারণ এবার প্রকাশিত হয়েছে এক বিশেষ গান ‘ওয়াশি ইয়ো ওয়াশি’, যা নিজেই গেয়েছেন পাওয়ান কল্যাণ। সুযীত পরিচালিত ও ডিভিভি এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটি আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
গানটির বিশেষত্ব হলো, এটি পুরোপুরি জাপানি ভাষায় লেখা। পরিচালক সুযীতের কলমে রচিত এই হাইকু ধাঁচের কবিতায় কল্যাণের চরিত্র ওজাস তার প্রতিপক্ষ ওমি-কে (ইমরান হাশমি অভিনীত) ছুড়ে দেন লিরিক্যাল চ্যালেঞ্জ। শিবামণির তালে বাজানো জাপানি ও নাকোডা ড্রামের গর্জন গানটিকে দিয়েছে ভয়ংকর নাটকীয় আবহ।
ভক্তদের সবচেয়ে বিস্মিত করেছে পাওয়ান কল্যাণের আন্তরিকতা। তিনি নিজ হাতে গানটির লিরিক্স তেলেগু হরফে লিখে নিয়েছেন যাতে জাপানি উচ্চারণ নিখুঁত হয়। রেকর্ডিংয়ের সেই পর্দার আড়ালের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
এর আগে মুক্তি পাওয়া গানগুলো- ‘ফায়ারস্টর্ম’, ‘সুভ্বি সুভ্বি’ এবং ‘গানস অ্যান্ড রোজেস’- ইতোমধ্যেই সাড়া ফেলেছিল। কিন্তু নতুন গান ‘ওয়াশি ইয়ো ওয়াশি’ ছবিতে এক ভিন্ন সাংস্কৃতিক মাত্রা যোগ করেছে। এর মধ্যেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে, বিশেষ করে ২৪ সেপ্টেম্বর রাতে তেলেঙ্গানায় (রাত ৯টা) ও ২৫ সেপ্টেম্বর ভোরে অন্ধ্রপ্রদেশে (রাত ১টা) প্রিমিয়ার শো-এর ঘোষণা আসার পর।
সব মিলিয়ে, অ্যাকশন আর আবেগের সংমিশ্রণে গড়া এই ছবিটি মুক্তির প্রথম দিনেই রেকর্ড ভাঙার সব সম্ভাবনা তৈরি করেছে।
টিকে/