যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম বলেছেন, দেশে বেকারত্বের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে বেকারত্ব ছিল ২০ শতাংশ, বর্তমানে তা দাঁড়িয়েছে ২৮ শতাংশে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে আয়োজিত ১৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
মাহবুব-উল-আলম বলেন, বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধির পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে দুর্নীতি, ব্যাংকের ঋণ সংকটসহ নানামুখী সমস্যা প্রধান। তবে এ অবস্থা কাটিয়ে উঠতে মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে ৭১টি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। এসব সেন্টারে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে সরকার। বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একাধিক প্রকল্পও বাস্তবায়নাধীন রয়েছে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী সাইফুজ্জামান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) এম এ আখের, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক সেলিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশ নেন।
এসএস/টিএ