অ্যাকশনপ্রেমী দর্শকদের জন্য বড় সুখবর। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি শেট্টি প্রথমবারের মতো হিন্দি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তাঁর সঙ্গে পর্দা ভাগ করবেন বলিউডের অ্যাকশন তারকা টাইগার শ্রফ। নামহীন এই নতুন চলচ্চিত্রটি পরিচালনা করছেন মিলাপ জাভেরি এবং প্রযোজনায় রয়েছে টি-সিরিজ।
আগামী ২১ জানুয়ারি মুম্বাইয়ে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নির্মাতারা জানিয়েছেন, টানা দুই মাসের শুটিং সূচির মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে ইতোমধ্যেই নিজের অবস্থান তৈরি করা কীর্তি শেট্টির জন্য এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে টাইগার শ্রফের অ্যাকশন দক্ষতা ও জনপ্রিয়তা ছবিটির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে। নতুন জুটির রসায়ন ও টানটান গল্প দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
মিলাপ জাভেরির পরিচিত অ্যাকশন ঘরানা, টাইগার শ্রফের ঝুঁকিপূর্ণ স্টান্ট এবং মুম্বাই শহরের আধুনিক প্রেক্ষাপট, সব মিলিয়ে ছবিটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিনোদনের প্রতিশ্রুতি দিচ্ছে। ২০২৬ সালে প্রেক্ষাগৃহে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে এই নতুন জুটি।
এমআর/টিএ