কোটি কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আটকে থাকে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেন বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা (আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া) গুরুত্বপূর্ণ প্রকল্পের ফাইল অফিসে না রেখে বাসায় নিয়ে যান। এ কারণে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আটকে থাকে। তিনটি প্রকল্প এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছে। উপদেষ্টা যখন দেখেন, এটা একটা প্রজেক্ট (প্রকল্প) তখন উনি ফাইলটা মন্ত্রণালয়ে রাখেন না। ঘরে নিয়ে চলে যান।

তিনি বলেন, ‘দিস ইজ দ্য প্যাথেটিক সিনারিও দ্যাট উই আর ফেসিং নাউ আ ডেইজ।’ ফাইল আছে, সবই আছে। খুব চমৎকারভাবে ওনারা বাসায় নিয়ে যান। মন্ত্রণালয় থেকে ফাইল গায়েব হয়ে যায়। এটা আমার গত ১১ মাসের অভিজ্ঞতা।

সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, আমার ফাইল কই, ফাইল তো বাসায় নিয়ে গেছে। বাসা থেকে ওটা আর পরে সিগনেচার হয় না। ওটা আর হাতে আসে না। এই ইউকের (যুক্তরাজ্যের) প্রজেক্টটা আমি আর করতে পারিনি। জাপান এবং কোরিয়ার প্রজেক্টও। এগুলো যদি আমি অনেক দ্রুত পেতাম, তাহলে চট্টগ্রাম শহর অনেক সুন্দর করে দিতে পারতাম।

তিনি বলেন, আমি এখনও দৌড়াচ্ছি, প্রতিটি মন্ত্রণালয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টাকে বলেছি। আমি আর কোথায় যাব? এর ওপর আর কেউ আছে? উনি চট্টগ্রামের মানুষ। ওনাকে বলেছি, ওনার পিএসকে বারবার বলেছি, কাজটা করে দেন। আমার মেশিনারিজ (যন্ত্রপাতি) খুব দরকার। আমার এখানে আসলে মেশিনারিজ নেই। যেগুলো আছে, সেগুলো ১৫-২০ বছরের পুরনো। গত সরকার একটি ড্রেনেজ সিস্টেম করতে গিয়ে প্রায় ১৪ হাজার কোটি টাকার মতো খরচ করেছে। আর এর যন্ত্রপাতি কেনার জন্য ৩০০ কোটি টাকার দরকার, খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট। কিন্তু সেখানে গিয়ে ফেল করলাম (ব্যর্থ হলাম)।

শাহাদাত হোসেন বলেন, ৪০০ কোটি টাকার যন্ত্রপাতি সংগ্রহের প্রকল্প, সেটি অর্থ মন্ত্রণালয়ে গিয়ে হয়ে গেছে ২৯৮ কোটি টাকা। প্রায় ১০০ কোটি টাকা কেটে দিল। কেটে দিয়ে সেখানে বলে দিল, ১৬০ কোটি টাকা ঋণ দেওয়া হবে ৫ শতাংশ সুদে।

সিটি করপোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। শুধু ৬০ কোটি টাকা তারা সিটি করপোরেশনকে বরাদ্দ দেবে। বাকিটা সিটি করপোরেশন থেকে দিতে হবে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা একটি বড় সমস্যা। আমি এটা সমাধান করতে চাই। কিন্তু এখানে যে উপদেষ্টাকে পাঠানো হলো -মুহাম্মদ ফাওজুল কবির খান, আমি ওনার সঙ্গে অনেকবার কথা বলেছি। ওনাকে অনুরোধ করলাম। সবশেষ তিনি বললেন, প্রথমে জলাবদ্ধতার সমস্যা সমাধান হোক, তারপর আপনি সেটা পাবেন। আমার ৫০-৬০ শতাংশ জলাবদ্ধতার সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে। এখনও আমি সেটা পাচ্ছি না। কাজেই কথা আমরা বলি, কিন্তু এখানে কথার পেছনে কথা থাকে।

চসিক মেয়র বলেন, আমাদের ফান্ডিংয়ে যা বরাদ্দ করা হয়েছে, আমার মনে হয় সেটা নেওয়া দরকার। কারণ সরকারের আনলিমিটেড রাজস্ব নেই। সরকার চাইলেই বেশি অর্থ কাউকে দিতে পারে না। আমরা সব মন্ত্রণালয়, ফাইন্যান্স মন্ত্রণালয়ের সঙ্গে মারামারি করি। লিটারেলি মারামারি করছি। আমরা চাইলে বাজেটটা পাই না। যেহেতু মূল্যস্ফীতি ১০ শতাংশ, আপনাকে যদি ৫ শতাংশ দিয়ে থাকে, তাহলে আপনি প্লিজ এই ফান্ড নিবেন এবং চট্টগ্রামের মানুষকে বঞ্চিত না করে এই ফান্ড দিয়ে কাজ শুরু করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অতিথিদের নিরাপত্তার বিষয়টাও বিবেচনা করা উচিত ছিল : জুলকারনাইন সায়ের Sep 23, 2025
img
আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব Sep 23, 2025
img
শেখ হাসিনার বুলেটে ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না: আখতার Sep 23, 2025
img

নিউইয়র্কে সম্মেলন

গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে বললেন আব্বাস Sep 23, 2025
img
ভারতকে হারানো নিয়ে আশরাফুলের মন্তব্য Sep 23, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সাক্ষাৎ Sep 23, 2025
এতিমদের প্রতি নবীজি যেমন ছিলেন | ইসলামিক জ্ঞান Sep 23, 2025
img
নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা, তাসনিম জারার ক্ষোভ প্রকাশ Sep 23, 2025
img
গাড়ি মেরামত করতে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী ঊষসী Sep 23, 2025
img
নিউইয়র্কের ঘটনা জাতীয় রাজনীতির অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ : নীলা ইসরাফিল Sep 23, 2025
img
ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা Sep 23, 2025
img
ব্যালন ডি’অর জয়ে হ্যাটট্রিক বোনমাতির Sep 23, 2025
img
গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট প্রাবোয়ো Sep 23, 2025
img
শুধু ক্ষমতা দখল করতে এরা ছাত্র-জনতাকে হত্যা করেছে: আরিফা রহমান রুমা Sep 23, 2025
img

নিউইয়র্কে সম্মেলন

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো বেলজিয়াম Sep 23, 2025
img
গাজায় দুর্ভিক্ষ আরও ভয়াবহ, খাদ্য সহায়তা আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ Sep 23, 2025
img
বিমানবন্দরে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মী আটক Sep 23, 2025
img
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো Sep 23, 2025
img
আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস Sep 23, 2025
img
ঢাকার বায়ুমান উন্নতির পথে, দূষণের তালিকায় ২২তম Sep 23, 2025