আখতারের ওপর ডিম নিক্ষেপ নিয়ে জামায়াত নেতা তাহেরের মন্তব্য

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা দেশকে অসম্মানিত করেছে। এর মাধ্যমে আসলে হামলাকারীরাই অপমানিত হয়েছেন। তিনি বলেন, এ ধরনের নেতিবাচক সংস্কৃতি বন্ধ করা জরুরি।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

এ প্রথম কোনো দেশের অন্তর্বর্তী সরকারের সাথে বিদেশে কোনো অনুষ্ঠানে আসা। সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ আছি এটাই এই সফরের মূল উদ্দেশ্য। আমি ব্যক্তিগতভাবে জাতিসংঘের অনেক অনুষ্ঠানে এসেছি অনেকবার। তবে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের সঙ্গী হয়ে আসা এটাই প্রথম। এজন্য ড. ইউসূনকেও ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানাই বলেন জামায়াতের নায়েবে আমির।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপির সদস্য সচিব আখতারের ওপর বিমানবন্দরে ডিম ছুড়ে মারা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাহের বলেন, যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনারটি আমি এখানে এসে জানতে পেরেছি। কারণ বিমানবন্দরে থাকা অবস্থায় আমি জানতাম না। কারণ সেখানে অনেক বাংলাদেশি আমাকে সম্মান জানিয়েছেন সুতরাং বাকি কাজটি আমি টের পাইনি।

তিনি বলেন, আমি খুব বিব্রতবোধ করেনি বা নেগেটিভ বোধ করেনি এজন্য যে, বাংলাদেশের এই কালচারটা আগে থেকে হয়ে আসছিল। যখন কোনো সরকার প্রধানরা সফর করেন তখন বিরোধীরা শ্লোগান দেন। আমেরিকা গণতান্ত্রিক দেশ। ১০ থেকে ২০ জন শ্লোগান দিতে পারেন, ডিম মারতে পারেন তবে এটি একটি খারাপ আচরণ নিঃসন্দেহে। তবে ব্যতিক্রমধর্মী কোনো বা হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা না। কারণ ১০ জন এসেও একটা ডিম মেরে দিতে পারে, বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই সংস্কৃতিটা খুব নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাও অপমাণিত হয়েছে। যারা করেছে তারাই ধরা পড়েছে, তারাই বাংলাদেশকে অপমাণিত করেছে।

এদিকে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, শেখ হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না।

আখতার হোসেন বলেন, নিউইয়র্কে বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুংকার দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। তারা এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এটাই আওয়ামী লীগের প্রকৃত চরিত্র।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কিছুটা দেরিতে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : সাদিক কায়েম Nov 08, 2025
img
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ বাংলাদেশির Nov 08, 2025
img
‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’ Nov 08, 2025
img
সাতক্ষীরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হাবিব Nov 08, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে : প্রিন্স Nov 08, 2025
img

ফয়েজ আহমদ তৈয়্যব

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু Nov 08, 2025
img
রিজভীর পা ধরে সালাম করা সেই সার্জেন্টকে প্রত্যাহার Nov 08, 2025
img

প্রশ্ন সায়ন্থের

ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান, আঙুল বাঁকিয়ে কেন ? Nov 08, 2025
img
নগরকান্দায় সাবেক ইউপি চেয়ারম্যান মিজান গ্রেপ্তার Nov 08, 2025
img
ইসলামী মূল্যবোধকে জিয়াউর রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন: মাহাদী আমিন Nov 08, 2025
img
বিশেষ অভিযানে মোহাম্মদপুর ও নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার ৩৭ Nov 08, 2025
img
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকদলের দুই নেতার Nov 08, 2025
img
শাটডাউনে হাজারো ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে Nov 07, 2025
img
গণভোটের তারিখ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার Nov 07, 2025
img
জগন্নাথের ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি Nov 07, 2025
img
নিজেদের ভাবনার উপর নিয়ন্ত্রণ থাকা জরুরি: সন্দীপ্তা সেন Nov 07, 2025
পিতা মাতার প্রতি ছেলের কর্তব্য | ইসলামিক জ্ঞান | Nov 07, 2025
ফেলানি নিয়ে মুক্তি পেল জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার Nov 07, 2025
প্রস্তুত ইসি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন Nov 07, 2025
আ.লীগ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বললেন ব্যারিস্টার ফুয়াদ Nov 07, 2025