দক্ষিণ ভারতীয় সিনেমার জয়যাত্রায় নতুন পালক যোগ করল ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’। ছবিটি মুক্তির ২৭ দিন পেরিয়েও বক্স অফিসে রাজত্ব করছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ভারতের নেট আয় দাঁড়িয়েছে ১৪০.২৫ কোটি রুপি।
এদিকে lokah chapter 1 box office collection বিশ্বজুড়ে ২৮০.২০ কোটি রুপি যা একে বছরের অন্যতম বড় ব্লকবাস্টার করে তুলেছে। ক্যাল্যাণী প্রিয়দর্শন অভিনীত এই সুপারন্যাচারাল ড্রামা ছবিটি মুক্তি পায় গত ৫ সেপ্টেম্বর।
মুক্তির পর থেকেই ছবিটি তুমুল সাড়া ফেলেছে দক্ষিণ ভারতের বাইরে হিন্দি বেল্টেও। সমালোচকরা বলছেন, কেরালার লোককথা ও আধুনিক সুপারহিরো ধাঁচের মিশ্রণই দর্শকদের মন জয় করে নিয়েছে।
শুধু তাই নয়, ছবিটিতে দুলকার সালমান ও তোভিনো থমাসের বিশেষ উপস্থিতি দর্শকের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এন্ট্রি নেওয়া গেছে ‘লোকাহ সিনেমাটিক ইউনিভার্স’-এর ইঙ্গিত, যা নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাফল্য মালয়ালম সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতের ছবিগুলোকে আরও বড় পরিসরে মুক্তি পেতে অনুপ্রাণিত করবে। যদি এই গতি অব্যাহত থাকে, খুব শিগগিরই সিনেমাটি ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।
এসএন