বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন।
জনপ্রিয় শিশুপাঠ্য বর্ণপরিচয়সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন তিনি। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞান সংক্রান্ত বহু রচনা।
১৮৯১ সালের ২৯ জুলাই লিভারে ক্যানসার আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা এই ব্যক্তি।
তাঁর একটি উক্তি হলো-
“সাধনা ও অধ্যবসায় দ্বারা মানুষ
অসাধ্যকেও সাধ্য করিতে পারে।”