ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসা নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।
চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সেখানে জানানো হয়, গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার ভিত্তিতে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মোট ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার লিখিত জবাব প্রদান করা হয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বাকি অভিযোগ ও জিজ্ঞাসাগুলোর জবাবও পর্যায়ক্রমে প্রদান করা হবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ব্যালট পেপার সংক্রান্ত যে অভিযোগটি উত্থাপিত হয়েছে, তা কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এ বিষয়ে ইতোমধ্যেই গভীরতর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এ সংক্রান্ত সকল বিষয় এবং অন্যান্য অভিযোগের পূর্ণাঙ্গ জবাব শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের সামনে উপস্থাপন করবে নির্বাচন কমিশন।
পিএ/এসএন