দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হচ্ছে ‘AK64’ ছবির যাত্রা। নির্মাতারা জানিয়েছেন, এ বছরের জানুয়ারিতেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে। প্রাথমিক কিছু দেরির পর, ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে নিশ্চিত হয়েছেন দক্ষিণের উঠতি তারকা সোনাক্ষী-খ্যাত শ্রীলীলা। তাঁর যোগদানের সঙ্গে সিনেমার কাস্ট আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন পরিচালক ও প্রযোজকরা। তবে অনাকাঙ্ক্ষিত কিছু দেরির কারণে কাস্ট ও ক্রুতে কিছু ছোটখাটো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অনুরাগীরা আশা করছেন, এ সব পরিবর্তন ছবির মূল ভিশনকে প্রভাবিত করবে না।
সবকিছু ঠিক থাকলে এ মাসেই ‘একে৬৪’র সমস্ত তথ্য প্রকাশিত হবে। ফ্যানদের জন্য অপেক্ষার অবসান ঘটতে চলেছে, এবং সিনেমার শুরুতেই আলোচনার ঝড় উঠতে প্রস্তুত।
আরপি/টিকে