শুরু হলো সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে পঞ্চগড়ে জেলা প্রশাসনের পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১৩।
জেলার প্রায় ২৯৯টি পূজামণ্ডপকে ঘিরে এরইমধ্যেই মোতায়েন করা হয়েছে র্যাব সদস্য। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে কাজ করছে বিশেষ সাইবার মনিটরিং টিম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন।
এ সময় তিনি জানান, এ উৎসবজুড়ে র্যাব সদস্যরা মাঠে সক্রিয় থাকবে এবং স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে। একই সাথে বাড়তি নজরদারি ও সাইবার মনিটরিং করা হবে।
মেজর মীর ইশতিয়াক আমিন জানান, দুর্গাপূজাকে ঘিরে আমরা গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করেছি। প্রতিমা বিসর্জনের দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি, সাইবার টিম অনলাইনে গুজব বা উসকানিমূলক প্রচারণা রোধে সদা তৎপর রয়েছে।
অপ্রীতিকর ঘটনার বিষয়ে জিরো টলারেন্সের কথা বলে র্যাব জানিয়েছে, দুর্গাপূজা কেন্দ্র করে কেউ যদি এ সম্প্রদায়ের ওপর হামলা, মণ্ডপ ভাঙচুর, চুরি বা যে কোনো ধরনের উসকানিমূলক তৎপরতায় যুক্ত হয়, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কেউ যদি পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, তবে র্যাবকে দ্রুত জানাতে অনুরোধ জানানো হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে পঞ্চগড় সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মধুসুদন বর্মন রনিক বনিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখা সভাপতি জীবধন বর্মন সহ র্যাব-১৩ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
কেএন/টিকে