বিগ বাজেট যুদ্ধভিত্তিক সিনেমা ‘ব্যাটেল অফ গালওয়ান’-এ সালমান খানের নায়িকা হিসেবে যুক্ত হওয়াতেই আবার আলোচনার কেন্দ্রে চিত্রাঙ্গদা সিং। ছবির প্রথম ঝলকে তাঁকে দেখা না গেলেও, এই সিনেমাকে ঘিরে তৈরি হওয়া আগ্রহের ঢেউ স্বাভাবিকভাবেই টেনে এনেছে অভিনেত্রীকে লাইমলাইটে। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক ও ভিন্নধারার ছবির মধ্যে সচেতনভাবে ভারসাম্য রেখে চলা চিত্রাঙ্গদা এবার কথা বললেন বায়োপিকে অভিনয়ের সম্ভাবনা নিয়ে।
গত কয়েক বছরে বলিউডে বায়োপিকের প্রবণতা চোখে পড়ার মতো। রাজনীতি, খেলাধুলা কিংবা অভিনয়জগত সব ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিত্বদের জীবন উঠে এসেছে পর্দায়। এই আবহেই চিত্রাঙ্গদার নাম বারবার উঠে এসেছে প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের প্রসঙ্গে। চেহারার গড়ন ও মুখের আদলে মিল খুঁজে পেয়েছেন অনেক দর্শক। বিষয়টি একসময় আলোচনার শীর্ষে উঠে আসে, যখন স্মিতা পাতিলের পুত্র প্রতীক বব্বর মাতৃদিবসে ভুলবশত চিত্রাঙ্গদার ছবি পোস্ট করে সেটিকে মায়ের ছবি ভেবে আবেগঘন বার্তা লিখেছিলেন।
এই প্রসঙ্গ টেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা খোলাখুলি জানালেন, স্মিতা পাতিলের চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা। তাঁর কথায়, অভিনয়জগতে বহুবার তাঁকে স্মিতার সঙ্গে তুলনা করা হয়েছে। এমনকি প্রতীক নিজেও তাঁকে সেই মিলের কথা বলেছেন। মাতৃদিবসের সেই ঘটনা তাঁকেও বিস্মিত করেছিল। নিজের ছবিকেই স্মিতার ছবি ভেবে নেওয়া এই মিলকে তিনি অবিশ্বাস্য বলেই মনে করেন।
চিত্রাঙ্গদার মতে, কখনও যদি স্মিতা পাতিলের জীবনের চরিত্রে অভিনয়ের সুযোগ আসে, সেটি তাঁর জন্য দারুণ সম্মানের হবে। এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদুনিয়ায় নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তবে কি এবার স্মিতা পাতিলের বায়োপিক ভাবতে শুরু করবেন পরিচালক ও প্রযোজকেরা? আর সেই চরিত্রে কি চিত্রাঙ্গদাই হবেন প্রথম পছন্দ? উত্তর এখনও অজানা, তবে আলোচনা যে নতুন গতি পেয়েছে, তা বলাই যায়।
এমকে/টিএ