সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলার তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ৫৪তম সাক্ষী হিসেবে এ সাক্ষ্য দেবেন তিনি।
রোববার জুলাই আন্দোলন চলাকালে হত্যাযজ্ঞের ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে দেখানো হয়। যা সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে।
এসময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় এজলাসে। প্রসিকিউশন বলছে, আত্মরক্ষার্থে নয় পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয় জুলাই আগস্টের আন্দোলনে।
মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। আর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে আজ।
এমআর/টিকে