আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের। এবারের আসরে অংশ নিয়েছে বাংলাদেশও। টাইগ্রেসদের প্রথম ম্যাচ আগামী ২ অক্টোবর। তবে মাঠের লড়াইয়ে নামার আগেই দুঃসংবাদ পেল তারা।
বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান স্ট্রোক করেছেন। নারী দলের সঙ্গে থাকা বিসিবির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গতকাল মাইনর ব্রেইন স্টোক করেছিলেন কোচ। পরে হাসপাতালে ছিলেন, আজ রিলিজ পেয়েছেন। ভালো আছেন আগের থেকে। এখন এখানে থাকবেন নাকি দেশে ফিরে যাবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি।'
মূলত রোববার অসুস্থ হয়ে পড়েন সারোয়ার ইমরান। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মাইল্ড স্ট্রোক ধরা পড়ে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।
গত ফেব্রুয়ারিতে সারোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূল আসরে খেলার টিকিট কাটে।
এসএন