দু-একদিনের মধ্যে আসছে পেঁয়াজের বড় চালান: বাণিজ্য মন্ত্রণালয়

পেঁয়াজের দাম নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দু-একদিনের মধ্যে পেঁয়াজের বড় চালান দেশে পৌঁছবে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে প্রচুর পেঁয়াজ রয়েছে, প্রতিদিন আমদানিকৃত পেঁয়াজ আসছে। পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। দাম কম ও সহজ পরিবহনের কারণে ভারত থেকে প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি করা হয়। ভারতের মহারাষ্ট্র ও অন্য এলাকায় বন্যার কারণে পেঁয়াজের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কিছুদিন আগে রপ্তানির ক্ষেত্রে ভারত প্রতি টন পেঁয়াজের মিনিমাম এক্সপোর্ট প্রাইস (এমইপি) নির্ধারণ করে।

গত ২৯ সেপ্টেম্বর থেকে ভারত কর্তৃপক্ষ পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। বিকল্প হিসেবে বাংলাদেশ মিয়ানমার থেকে এলসি এবং বর্ডার ট্রেডের মাধ্যমে প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি শুরু করে। পাশাপাশি মিসর ও তুরস্ক থেকেও এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু হয়। সম্প্রতি মিয়ানমারও পেঁয়াজের মূল্যবৃদ্ধি করেছে। ফলে বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে অনেকবার সভা করেছে, নিয়মিতভাবে আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি বৃদ্ধি এবং নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার অনুরোধ করা হয়েছে। এরপরও কোনো ব্যবসায়ী অবৈধ পেঁয়াজ মজুত, কৃত্রিম উপায়ে মূল্যবৃদ্ধির চেষ্টা, স্বাভাবিক সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়া হয়। প্রতিদিনই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে দেশের বেশ কয়েকটি বড় আমদানিকারক প্রতিষ্ঠান মিসর ও তুরস্ক থেকে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছে। দু-একদিনের মধ্যে এ সব পেঁয়াজের চালান দেশে পৌঁছলে দ্রুত মূল্য উল্লেখযোগ্য হারে কমে আসবে। তাছাড়া নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নতুন পেঁয়াজ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের গৃহিত পদক্ষেপগুলো হলো- আমদানিকারকদের উৎসাহিত করতে পেঁয়াজ আমদানি ক্ষেত্রে এলসি মার্জিন এবং সুদের হার হ্রাস করার জন্য বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে। স্থল ও নৌবন্দরগুলোতে আমদানিকৃত পেঁয়াজ দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে খালাসের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। সে মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে আমদানিকৃত পেঁয়াজ খালাস করা হচ্ছে। এলসির মাধ্যমে মিয়ানমার, মিসর ও তুরস্ক থেকে আমদানিকৃত পেঁয়াজ বন্দরে খালাস করা হচ্ছে। এছাড়া মিয়ানমার থেকে বর্ডার ট্রেডের মাধ্যমে টেকনাফ বন্দর দিয়ে আমদানিকৃত পেঁয়াজ এবং দেশের বিভিন্ন জেলার পাইকারি হাটগুলোতে বিক্রীত পেঁয়াজ দ্রুত সারাদেশে নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নোরা ফাতেহির গানে এবার হিন্দি, ইংরেজি ও সোয়াহিলির মিশেল Jul 30, 2025
img
বান্দরবানের দুর্গম পাহাড়ে দরিদ্রদের মানবিক সহায়তা দিল বাংলাদেশ সেনাবাহিনী Jul 30, 2025
img
গভীর সাগরে মাছ ধরায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার Jul 30, 2025
img
প্রথম পর্বের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ৬২ বিষয়ে ঐকমত্য হয়েছে Jul 30, 2025
img
বিলাসবহুল রেস্তোরাঁয় একান্ত ডিনারে কেটি পেরি ও ট্রুডো, প্রেম না বন্ধুত্ব? Jul 30, 2025
img
গত ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ওপর স্টিমরোলার চালিয়েছে: মির্জা ফখরুল Jul 30, 2025
img
বাবা হলেন নাইজেল আকারা Jul 30, 2025
img
ফের মা হওয়ার গুঞ্জনে ক্যাটরিনা, ভিডিও দেখে ভক্তদের জল্পনা Jul 30, 2025
img
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে : নাহিদ ইসলাম Jul 30, 2025
img
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবো: হিরো আলম Jul 30, 2025
img
সঞ্জয়ের নামে ৭২ কোটি লিখে গেলেন নারীভক্ত, পরে যা ঘটল Jul 30, 2025
img
লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকে ফিরতে পারেন মধুমিতা-রণিতা-দীপান্বিতা Jul 30, 2025
img
এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের বাধ্য করে নেওয়ার অভিযোগে টাঙ্গাইলে বিক্ষোভ Jul 30, 2025
img
শুল্ক নিয়ে ট্রাম্পের বড় ঘোষণার প্রতিক্রিয়ায় কী বলছে ভারত Jul 30, 2025
img
জাতিকে ধোকা দেয়ার মতো চিন্তা মনে হয় না কোনো রাজনৈতিক দলের আছে: সালাহউদ্দিন Jul 30, 2025
img
বিদেশে সার্জারির সিদ্ধান্ত নাকচ করেছেন জামায়াত আমির Jul 30, 2025
img
হুমায়রা আসগরের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য Jul 30, 2025
img
রাষ্ট্র মেরামতে এবার ব্যর্থ হলে কয়েক দশকেও সুযোগ আসবে না: আসিফ নজরুল Jul 30, 2025
img
ট্রাম্পের বক্তব্যে প্রতিক্রিয়া জানাল রাশিয়া, বললো ‘নোট নিয়েছি’ Jul 30, 2025
img
এগিয়ে আসছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচন Jul 30, 2025