বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে ড. ইউনূসের কোন ধারণা নেই বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। আন্তর্জাতিক গণমাধ্যম জিটেওকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের করা মন্তব্যের প্রসঙ্গে তিনি একথা বলেন।
জিটেও’র ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গে মেহেদি হাসান প্রশ্ন করেন একটি গোষ্ঠীর মানুষকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করাটা কতটা গণতান্ত্রিক? জবাবে ড. ইউনূস বলেন, দেখুন, নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তারা এটা করেছে দলটির চরিত্র ও সম্ভাবনা দেখে যে তারা পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে।
তাই তারা ভেবেছে, এটা না করাই ভালো...। এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, প্রধান উপদেষ্টা বলতে চাচ্ছেন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কারণ, তা না হলে তারা পুরো নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবে। মানে নির্বাচন করতে দিলে আওয়ামী লীগ নির্বাচন বাধাগ্রস্ত করবে। আর নির্বাচন করতে না দিলে বাধাগ্রস্ত করবে না।
মাসুদ কামাল বলেন, বাংলাদেশের ইতিহাস কী বলে? ২০১৪ আওয়ামী লীগের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলাম অংশ নেয়নি। তারা কি সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেনি? সেই নির্বাচনে কি সহিংসতা হয়নি?... ড. ইউনূসের এই বক্তব্য আমার কাছে পরিষ্কার না।
আপনি অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছেন? মেহেদি হাসানের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমি লাখ লাখ বলব না। তাদের সমর্থক আছে।
কিন্তু কতজন অবশিষ্ট আছে, তা আমি জানি না। কারণ, সমর্থক এমন একটি বিষয় যে আপনি খুব ক্ষমতাধর, আমি সব সময় আপনার সামনে মাথা নত করি, কারণ, আপনি ক্ষমতাধর। আমি একজন সমর্থক হয়ে তা করছি না।
এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, উনি (ড. ইউনূস) বলেছেন আওয়ামী লীগের সমর্থক লাখ লাখ হবে না। লাখ লাখ বলব না, তবে তাদের কিছু সমর্থক আছে।
এ কথাটা ড. ইউনূস বলছেন কিসের ভিত্তিতে আমি জানি না। আমি কেবল এটুকু বলব— বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে ড. ইউনূসের কোন ধারণা নেই। লাখ লাখ নয়, অনেক বেশি সমর্থক আওয়ামী লীগের আছে।
মাসুদ কামাল আরো বলেন, প্রধান উপদেষ্টা আরেকটি কথা বলেছেন যে আওয়ামী লীগের সমর্থক আছে, কিন্তু কতজন অবশিষ্ট আছে তা আমি জানিনা। তিনি সমর্থকের একটি ব্যাখ্যা দিচ্ছেন যে সমর্থক এমন একটা বিষয় যে আপনি খুব ক্ষমতাধর আমি সবসময় আপনার সামনে মাথা নত করি। প্রধান উপদেষ্টা বলতে চাচ্ছেন, আম যে আপনার সামনে মাথা নত করছি সেটা সমর্থক হিসেবে করছি না বরং আপনি ক্ষমতাধর তাই আমি ভান করছি।
এ প্রসঙ্গে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের জানাজার উদাহরণ দিয়ে মাসুদ কামাল বলেন, মারা যাওয়ার পর নরসিংদীতে তার কোনো ক্ষমতা আছে? নাই! তার জানাজায় কত হাজার মানুষ হয়েছে দেখেছেন?
তার জানাজায় এতো লোক হল কেন? তিনি কি এখনো ক্ষমতাধর? এরা কি মাথা নত করেছে ক্ষমতার ভয়ে?
তিনি বলেন, এই যায়গায় ড. ইউনূস ভুল করছেন, উনি বাঙালিদের চরিত্র বুঝতে পারেন নাই। বাঙালিরা ভয়ে কারো সমর্থন করে না, ভয়ে চুপ করে থাকে। যেমন হাসিনার যখন ক্ষমতায় ছিল তখন হাসিনার ভয়ে চুপ করে ছিল। তার দলের লোকেরাও চুপ করে ছিল। বাঙালি ভালোবাসে মানুষকে, ভালোবাসে অসহায়কে, ভালোবাসে নির্যাতিতকে।
এমকে/এসএন