তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। মাঝের সময়ে ব্যাটিং কলাপ্সে সমর্থকদের মনে প্রশ্ন জেগেছিল জিততে পারবে তো বাংলাদেশ? যদিও শেষমেশ ম্যাচটা জিতেছে টাইগাররাই।
তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের ১০৯ রানের ওপেনিং জুটিতে জয়টা প্রায় নিশ্চিত হয়েই গিয়েছিল। তবে মাঝের ব্যাটিং কলাপ্সে ১১৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করেন রিশাদ হোসেন এবং নুরুল হাসান সোহান।
ম্যাচ শেষে দুই টাইগার ওপেনারকে প্রশংসায় ভাসিয়েছেন আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট। সংবাদ সম্মেলনে ট্রট বলেছেন, ‘তারা (ইমন এবং তানজিদ) ভালো খেলেছে, রান পেয়েছে। আমরা ফিল্ডিং এবং বোলিং দিয়ে তাদের কিছুটা সাহায্য করেছি। আশা করি পরের ম্যাচে আমরা এখানে উন্নতি করব।’
পরে বাংলাদেশ দল নিয়ে ট্রট বলেছেন, ‘(বাংলাদেশ জিতেছে) কারণ তারা ভালো দল এবং অনেক ক্রিকেট খেলেছে। এশিয়া কাপের ফাইনালে যাওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। পাকিস্তান ম্যাচে (জেতার সুযোগ ছিল)। ভালো কোচিংয়ের মধ্যেও আছে তারা। তাদের খেলা নিয়ে আসলে আমি অত বেশি ভাবছি না, ভাবছি আমরা কীভাবে তাদের খেলতে দিচ্ছি সেটা নিয়ে। এখানেই আমাদের ঠিক করতে হবে সব। ধারাবাহিকতা খুঁজে পেয়ে উন্নতি করতে হবে।’
নিজেদের ক্যাচ মিস এবং ফিল্ডিংয়ের ভুল নিয়ে ট্রট বলেছেন, ‘বাজে ফিল্ডিং। সিম্পল ব্যাপার। অন্য দল এশিয়া কাপে ক্যাচ ড্রপ করেছে কিনা এসব নিয়ে আমি অত চিন্তিত নই। ফিল্ডিং ইউনিট হিসেবে আমাদের আরও ভালো হতে হবে। শুধু ক্যাচিং নয়, বডি ল্যাঙ্গুয়েজ বা এসব ব্যাপারেও অনেক উন্নতি করতে হবে, যদি ভালো ক্রিকেট খেলতে চাই, ফিল্ডিং আরও ভালো হতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ক্লোজ ম্যাচ জিতেছিলাম ফিল্ডিংয়ের কারণে। ভালো ক্যাচ নিয়েছিলাম।’
মাঝে বাংলাদেশের ব্যাটিং কলাপ্স এবং রশিদ খানের ঘূর্ণি নিয়ে ট্রট বলেন, ‘ম্যাচে ছিলাম আমরা। তবে শেষে ভুল করেছি। এখন ফিল্ডিংটা আমাদের পিছিয়ে দিচ্ছে। চেষ্টা করতে হবে যেন পরের ম্যাচে এমনটা না হয়। স্পিনাররা দারুণভাবে ম্যাচে ফিরিয়েছে আমাদের। রশিদ দারুণ করেছে। আমাদের সুযোগ সৃষ্টি করে দিয়েছিল।’
এসএস/এসএন