বাংলাদেশ থেকে অপরিশোধিত তেল নিতে আগ্রহী জাপান

বাংলাদেশ থেকে অপরিশোধিত রাইস ব্রান তেল আমদানি করতে চায় জাপানের শীর্ষ রাইস ব্রান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানওয়া ইউশি কম্পানি লিমিটেড। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে রাইস ব্রান তেলের বাজার চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময়সভায় এই আগ্রহের কথা জানান জাপানের সানওয়া ইউশি কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি।
 
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর। অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ভোজ্যতেলের বাজার সম্ভাবনা, চাহিদা, সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
এ সময় রাইস ব্রান তেল সংশ্লিষ্ট শিল্পের স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
 
মতবিনিময়সভায় সানওয়া ইউশি কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি জানান, জাপানে ভোজ্যতেলের মোট চাহিদার ৩০ থেকে ৪০ ভাগের জোগান দেয় রাইস ব্রান তেল উৎপাদনকারীরা। তবে চাহিদার তুলনায় জাপানের ভোজ্যতেল উৎপাদন সক্ষমতা কম বলেও উল্লেখ করেন তিনি। ইয়োজাইমন ইয়ামাগুচি বলেন, ‘যেহেতু জাপানে প্রচুর চাহিদা রয়েছে, আমরা এখান (বাংলাদেশ) থেকে অপরিশোধিত তেল নিতে চাই।

মতবিনিময়সভায় বাংলাদেশ সুদান জিনিং কটন কম্পানি লিমিটেডের বিজনেস অ্যাসোসিয়েট গাজী মাহমুদ কামাল বলেন, ‘রাইস ব্রান তেলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। ধান যেহেতু দেশের প্রধান ফসল এবং স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত কাঁচামাল রয়েছে। সেহেতু রাইস ব্রান তেলের বাজার সম্ভাবনা যথেষ্ট।’ কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (পিআরএল) মো. জাকির হোসেন বলেন, ‘বেশকিছু প্রতিষ্ঠান দেশে রাইস ব্রান তেল উৎপাদন করছে।

তবে ভোক্তা পর্যায়ে এর চাহিদা তুলনামূলক কম। সেক্ষেত্রে আমরা রপ্তানি বাজার নিয়ে ভাবতেই পারি।’ এ সময় রাইস ব্রান তেল শিল্পে জাপানি বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা আহ্বান করেন এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর। সানওয়া ইউশি কম্পানি লিমিটেড বাংলাদেশে শিল্প স্থাপন করলে এফবিসিসিআই’র পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি।
 
মতবিনিময়সভায় অংশ নিয়ে স্থানীয় ভোজ্যতেল উৎপাদনকারীরা বলেন, ‘অপরিশোধিত তেল রপ্তানি করা হলে দেশে রাইস ব্রান তেলের কাঁচামালের সংকট দেখা দিতে পারে। এক্ষেত্রে অপরিশোধিত তেল রপ্তানির বিপক্ষে মত দেন কেউ কেউ। আবার কেউ কেউ প্রস্তাব দেন অপরিশোধিত তেলের পাশাপাশি বাংলাদেশ থেকে জাপানে পরিশোধিত তেল রপ্তানির।’
 
সভায় রাইস ব্রান তেল শিল্পের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান তথ্য-উপাত্ত উপস্থাপন করেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো. আব্দুল হক। এ সময় আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন নয়ন। সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রি. জে. (অব) আবু নাঈম মো. শহীদউল্লাহ, সানওয়া ইউশি কম্পানি লিমিটেডের কর্পোরেট প্ল্যানিং বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তাকাকি ইয়ামাগুচি, বাংলাদেশ সুদান জিনিং কটন কম্পানি লিমিটেডের ম্যানেজিং পার্টনার আগিব আবুল খায়ের, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতারা।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
কনসার্টে প্রেমিকের উপস্থিতিতে গায়কের সঙ্গে আপত্তিকর মুহূর্তে অভিনেত্রী, অবশেষে বিচ্ছেদ Jan 10, 2026
img
দেশের ১৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস Jan 10, 2026
img
আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি প্রার্থীর Jan 10, 2026
img
‘হোক কলরব’-এর ট্রেলার আসতেই রাজ-শাশ্বতকে নিয়ে মাতোয়ারা নেটভুবন! Jan 10, 2026
img
কে হলেন শ্রীলঙ্কার নতুন ব্যাটিং পরামর্শক কোচ? Jan 10, 2026
img
ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন Jan 10, 2026
img
সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Jan 10, 2026
img
ইরানে বিক্ষোভকারীদের মসজিদে আগুন Jan 10, 2026
img
শেষ ছবির মুক্তি নিয়ে বড় ধাক্কা, রাজনীতিতে আসাই কি কাল হলো বিজয়ের? Jan 10, 2026
img
‘ক্রিকেট হাইজ্যাক’-এর অভিযোগের মুখে আইসিসি চেয়ারম্যান জয় শাহ Jan 10, 2026
img
‘ট্রাম্প মোবাইল’ সত্যিই আসবে কী? Jan 10, 2026
img
আফকনের ইতিহাসে অনন্য ব্রাহিম দিয়াজ Jan 10, 2026
img
নতুন বছরেই টলিউডে প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ! Jan 10, 2026
img
ইসিতে আপিল শুনানি চলছে Jan 10, 2026
img
নেইমারের দৃষ্টিতে ‘বিশ্বসেরা’ মিডফিল্ডার আর্দা গুলার Jan 10, 2026
img
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল, চূড়ান্ত সূচি ঘোষণা Jan 10, 2026
img
গণভবনের সামনে পাইপে ছিদ্র, বিভিন্ন এলাকায় গ্যাস সংকট Jan 10, 2026
img
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জামায়াত আমিরের Jan 10, 2026
img
৩ সন্তানকে নিয়ে নিঃস্ব মাহী, জয়ের কাছে ৫ কোটি খোরপোশের দাবি Jan 10, 2026
img
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা Jan 10, 2026