বাংলাদেশ থেকে অপরিশোধিত তেল নিতে আগ্রহী জাপান

বাংলাদেশ থেকে অপরিশোধিত রাইস ব্রান তেল আমদানি করতে চায় জাপানের শীর্ষ রাইস ব্রান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানওয়া ইউশি কম্পানি লিমিটেড। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে রাইস ব্রান তেলের বাজার চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময়সভায় এই আগ্রহের কথা জানান জাপানের সানওয়া ইউশি কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি।
 
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর। অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ভোজ্যতেলের বাজার সম্ভাবনা, চাহিদা, সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
এ সময় রাইস ব্রান তেল সংশ্লিষ্ট শিল্পের স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
 
মতবিনিময়সভায় সানওয়া ইউশি কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি জানান, জাপানে ভোজ্যতেলের মোট চাহিদার ৩০ থেকে ৪০ ভাগের জোগান দেয় রাইস ব্রান তেল উৎপাদনকারীরা। তবে চাহিদার তুলনায় জাপানের ভোজ্যতেল উৎপাদন সক্ষমতা কম বলেও উল্লেখ করেন তিনি। ইয়োজাইমন ইয়ামাগুচি বলেন, ‘যেহেতু জাপানে প্রচুর চাহিদা রয়েছে, আমরা এখান (বাংলাদেশ) থেকে অপরিশোধিত তেল নিতে চাই।

মতবিনিময়সভায় বাংলাদেশ সুদান জিনিং কটন কম্পানি লিমিটেডের বিজনেস অ্যাসোসিয়েট গাজী মাহমুদ কামাল বলেন, ‘রাইস ব্রান তেলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। ধান যেহেতু দেশের প্রধান ফসল এবং স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত কাঁচামাল রয়েছে। সেহেতু রাইস ব্রান তেলের বাজার সম্ভাবনা যথেষ্ট।’ কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (পিআরএল) মো. জাকির হোসেন বলেন, ‘বেশকিছু প্রতিষ্ঠান দেশে রাইস ব্রান তেল উৎপাদন করছে।

তবে ভোক্তা পর্যায়ে এর চাহিদা তুলনামূলক কম। সেক্ষেত্রে আমরা রপ্তানি বাজার নিয়ে ভাবতেই পারি।’ এ সময় রাইস ব্রান তেল শিল্পে জাপানি বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা আহ্বান করেন এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর। সানওয়া ইউশি কম্পানি লিমিটেড বাংলাদেশে শিল্প স্থাপন করলে এফবিসিসিআই’র পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি।
 
মতবিনিময়সভায় অংশ নিয়ে স্থানীয় ভোজ্যতেল উৎপাদনকারীরা বলেন, ‘অপরিশোধিত তেল রপ্তানি করা হলে দেশে রাইস ব্রান তেলের কাঁচামালের সংকট দেখা দিতে পারে। এক্ষেত্রে অপরিশোধিত তেল রপ্তানির বিপক্ষে মত দেন কেউ কেউ। আবার কেউ কেউ প্রস্তাব দেন অপরিশোধিত তেলের পাশাপাশি বাংলাদেশ থেকে জাপানে পরিশোধিত তেল রপ্তানির।’
 
সভায় রাইস ব্রান তেল শিল্পের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান তথ্য-উপাত্ত উপস্থাপন করেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো. আব্দুল হক। এ সময় আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন নয়ন। সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রি. জে. (অব) আবু নাঈম মো. শহীদউল্লাহ, সানওয়া ইউশি কম্পানি লিমিটেডের কর্পোরেট প্ল্যানিং বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তাকাকি ইয়ামাগুচি, বাংলাদেশ সুদান জিনিং কটন কম্পানি লিমিটেডের ম্যানেজিং পার্টনার আগিব আবুল খায়ের, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতারা।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এনবিআরের ১৭ জনের সম্পদ জব্দ-বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাইবে দুদক Nov 25, 2025
img
পর্যবেক্ষকদের চোখ দিয়েই নির্বাচন দেখতে চাই : সিইসি Nov 25, 2025
img
হানিফসহ চার জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ৮ ডিসেম্বর Nov 25, 2025
img

সিইসি

আমাদের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া Nov 25, 2025
img
বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন Nov 25, 2025
img
এক অদ্ভুত শূন্যতা, চারপাশের বাতাস যেন কমে গেছে: অমিতাভ Nov 25, 2025
img
সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মাস্টার প্ল্যান, মতামত পাঠানোর আহ্বান Nov 25, 2025
img
নির্বাচনকে রক্ষা করা যাবে কি- প্রশ্ন সারোয়ার তুষারের Nov 25, 2025
img
বাউল শিল্পীদের ওপর হামলা মামলায় গ্রেপ্তার নেই Nov 25, 2025
বিএনপির প্রার্থী তালিকায় আসছে বড় রদবদল Nov 25, 2025
img
বড়দিনে ফের মুখোমুখি দেব-শুভশ্রী Nov 25, 2025
img
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি Nov 25, 2025
img
হাসিনা-টিউলিপের দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ Nov 25, 2025
img
সিলেট নগরীর ২৩ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের সিদ্ধান্ত Nov 25, 2025
img

ইউক্রেন যুদ্ধ

মার্কিন শান্তি পরিকল্পনা ২৮ থেকে নেমে এলো ১৯ দফায় Nov 25, 2025
যে জায়গায় দোয়া কবুল হয় | ইসলামিক জ্ঞান Nov 25, 2025
img
নিজের খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর Nov 25, 2025
img
তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে : রুমিন ফারহানা Nov 25, 2025
img
বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, বিক্রি হবে অ্যালকোহলমুক্ত বিয়ার Nov 25, 2025
img
দেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু Nov 25, 2025