জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, গণঅভ্যুত্থানের একজন উপদেষ্টাকে দেখলে যে মনে হবে, গণঅভ্যুত্থানের বেদনা তার মধ্যে আছে যে— আমাকে একটা কিছু ডেলিভার করতে হবে ন্যাশনকে, এটা অনেকের মধ্যে দেখা যায় না। অনেককে দেখলে মনে হয় তারা পেইড লিভে আছে। তাদের হিস্টোরিক্যাল টাস্ক কী এটা তারা সবসময় স্মরণে রাখছেন এরকম মনে হয় না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী সময় থেকে বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক সময়ে নিয়ে যাবেন।
কিন্তু ব্যক্তিগত ব্যাপার স্যাপার নিয়ে আছেন।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, নাহিদ ইসলাম আমাদের দলে আহ্বায়ক হওয়া ছাড়াও উপদেষ্টা ছিলেন এই সরকারের। তিনি অনেক কিছু জানেন।
কোন কথাটা কখন বলতে হবে এবং কোন নাম কখন প্রকাশ করতে হবে এটাও নাহিদ ইসলাম জানেন। তিনি বলেছেন যে, অনেকেই নিজের আখের গোছাচ্ছে। আখের গোছানোর অর্থ শুধুমাত্র দুর্নীতিকে বুঝিয়েছেন আমার কাছে এরকম মনে হয় নাই। পরবর্তী সরকারের সাথে নেগোসিয়েশন, তার যেন জায়গাটা ঠিক থাকে, তাকে যেন কোনো ঝামেলায় পড়তে না হয়।
তুষার আরো বলেন, উপদেষ্টা মাহফুজ আলমের ক্ষেত্রে এই সরকারের চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে। উনি দুইবার দেশের বাইরে গেলেন তাকে আক্রান্ত করা হলো। সেক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা, বিবৃতি দেয়া এগুলো আমরা দেখেছি। ফলে তাকে আসলেই সরকার প্রটেক্ট করতে পারে নাই। যদি আরো খারাপ কিছু হতো এই সরকার উপদেষ্টা মাহফুজকে রক্ষা করতে পারতো কিনা সে ব্যাপারে সন্দেহ আছে।
ওখানকার প্রবাসী বাঙালিরা তাকে রক্ষা করেছে অনেক ক্ষেত্রে। তিনি নিজে ওই দেশে মেহমান হয়ে গেছেন, তিনি ফোন দিয়ে পুলিশ ডাকছেন, এটা তো হয় না। আমাদের এখানে সুস্পষ্ট ব্যর্থতা আছে।
কেএন/টিকে