বার্সেলোনায় নেইমার জুনিয়রের সতীর্থ ছিলেন জেরার্ড পিকে। সম্প্রতি ব্রাজিলিয়ান তারকা সম্পর্কে এক পডকাস্ট অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। সাবেক এ স্প্যানিশ ডিফেন্ডার জানান, নেইমার তার ক্যারিয়ারে যা করেছেন, তাতে তিনি একটি ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য ছিলেন। তার পিএসজি যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে জানান, নেইমার নিজের ক্ষতি করেছেন।
ব্রাজিলে শুক্রবার (১০ অক্টোবর) পডপাহ পডকাস্টে একটি সাক্ষাৎকার দেন পিকে। যেখানে তিনি কিংস লিগ এবং বার্সেলোনায় নেইমারের সময় নিয়ে কথা বলেন।
সাবেক এ ডিফেন্ডারের মতে, বার্সেলোনায় নেইমার যে পারফরম্যান্স করেছিলেন তাতে ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য ছিলেন। তিনি বলেন, ‘নেইমার যা করেছেন, তাতে আমি নিশ্চিত যে তিনি একটি ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য ছিলেন। তবে কোন বছরে আমার মনে নেই। কিন্তু সে এটার প্রাপ্য ছিল।’
২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ২০১৪-১৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৩৯ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে জেতাতে বার্সাকে করেছিলেন সহযোগিতা। তবে ক্যারিয়ার সেরা পারফরম্যান্সের পরও ওই বছর ব্যালন ডি’অরের প্রতিযোগিতায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে হেরে গিয়েছিলেন তিনি। ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি ওই বছর মেসি জিতেছিলেন আর রোনালদো দ্বিতীয় হয়েছিলেন। নেইমার ছিলেন তিনে।
এর দুই মৌসুম পরই বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। তার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন পিকে। মূলত মেসির ছায়া থেকে বের হতে এবং ব্যালন ডি’অর জিততেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মত তার। তবে নেইমারকে বার্সায় রাখতে বেশ চেষ্টাও করেছিলেন তারা।
পিকে বলেন, ‘আমার মনে হয় পিএসজিতে গিয়ে সে নিজের ক্ষতি করেছে। আমার বিশ্বাস, সে পিএসজি’তে গিয়েছিল ব্যালন ডি’অর জিততে... কারণ সে হয়তো মনে করেছিল যে বার্সেলোনায় থাকলে লিও (মেসি)’র ছায়ায় থাকতে হবে। আমরা তাকে প্যারিসে না গিয়ে বার্সেলোনায় থাকতে রাজি করার চেষ্টা করেছিলাম। আমরা সবকিছু করেছিলাম। আমি যখন ‘তুমি থাকলে’ পোস্ট করি, তখন জানতাম সে চলে যাচ্ছে। সবাই ভেবেছিল সেই ছবির পর সে থাকবে। কিন্তু সে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল।’
তবে ব্যালন ডি’অর না জিতলেও নেইমারের ক্যারিয়ারকে অসাধারণ বলছেন পিকে। তার চোখে, এ পুরস্কারকে এত গুরুত্ব দেওয়ারও কিছু নেই। ব্রাজিলিয়ান তারকার অর্জন ব্যক্তিগত এ পুরস্কারের চেয়েও বেশি কিছু।
তিনি বলেন, ‘শেষ পর্যন্ত, তার ক্যারিয়ার অসাধারণ ছিল। আমার কাছে সে অন্যতম সেরা, যদিও তার ব্যালন ডি’অর নেই। আমি বুঝি না কেন ব্যালন ডি’অরকে এত গুরুত্ব দেওয়া হয়। ফুটবল একটি দলগত খেলা, ব্যালন ডি’অর জেতা গুরুত্ব দেয়, কিন্তু আমি মনে করি নেইমার এর চেয়ে অনেক বেশি।’
তিনি আরও বলেন। ‘নেইমার খুবই বিশেষ, তার মতো প্রতিভা আমি কখনো দেখিনি। তার হাসি আমাকে রোনালদিনহোর কথা মনে করায়। সান্তোসে থাকার সময় তার যে সম্ভাবনা ছিল, আমি সেই ফাইনালের কথা মনে করি, যখন আমরা ক্লাব বিশ্বকাপে সান্তোসকে হারিয়েছিলাম এবং তারপরই সে বার্সেলোনায় আসে। আমরা তখনই জানতাম সে অনেক বিশেষ একজন।’
ইএ/টিকে