দীপিকা পাড়ুকোনের তুলনায় ফিল্মি ক্যারিয়ারের বয়স কম হলেও বিগত কয়েক বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জমি ‘পোক্ত’ করে নিয়েছেন আলিয়া ভাট। শুধু তা-ই নয়, বড় বড় বলিউড পরিচালক-প্রযোজকদের মেগাবাজেট সিনেমা থেকে ‘পদ্মাবতী’কে সরিয়ে হিট ছবি উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই’।
শুধু তাই নয়, কিছুদিন আগেই দীপিকা পাড়ুকোনকে ছাঁটাই করে জনপ্রিয় এক আন্তর্জাতিক পোশাক সংস্থা তাদের ‘বিজ্ঞাপনী দূত’ হিসেবে আলিয়া ভাটের নাম ঘোষণা করেছে। সেই বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করেছেন আলিয়াও।
আর সেটা দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন দীপিকার অনুরাগীরা। যার জেরে কাপুর বাড়ির বউমাকে কটাক্ষ করতেও পিছপা হননি তারা।
সেই ধারাবাহিকতায় এবারও দীপিকার জায়গায় অবস্থান নিতে যাচ্ছেন বলিউড ‘গাঙ্গুবাই’। ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়ালে দীপিকার জায়গায় আলিয়া অভিনয় করবেন বলেই শোনা যাচ্ছে।
আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এই শর্ত রাখার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। তার পর থেকে একের পর এক কাজ হাত ছাড়া হয়েছে তার। কিছু দিন আগেই ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়াল থেকে বাদ পড়েছেন। এবার সেই ছবিতে তার পরিবর্তে দেখা যাবে তার সবচেয়ে বড় ‘প্রতিদ্বন্দ্বী’ আলিয়া ভাটকে, এমনটাই গুঞ্জন বি টাউনে।
বলিউডের ঘনিষ্ঠ সূত্রে গণমাধ্যমের খবর, ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে সুমতী চরিত্রের জন্য ইতিমধ্যে আলিয়া ভাটের সঙ্গে কথাবার্তা চলছে প্রযোজনা সংস্থার। তবে এখনও পর্যন্ত নির্মাতা বা আলিয়া এই বিষয়ে কিছুই জানান নি।
কিছু দিন আগেই ছবির প্রযোজনা সংস্থা জানিয়েছে, সিক্যুয়ালে দীপিকা থাকছেন না। এই ছবিতে কাজ করতে গেলে দায়বদ্ধতার প্রয়োজন। এই বক্তব্যে দীপিকার আট ঘণ্টা কাজ করার সেই দাবি ফের চর্চায় উঠে আসে।
ইএ/টিকে