বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক ও সৎ নাগরিককে একত্রিত হয়ে ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রার্থীদের বিজয়ী করতে হবে। জামায়াতে ইসলামী ইতোমধ্যে দেশজুড়ে এমন সৎ প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে রংপুরের বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজাহরুল ইসলাম রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
আজহারুল ইসলাম বলেন, যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দেশের দারিদ্র্য দ্রুততম সময়ে দূর করা সম্ভব। এজন্য সৎ ও ন্যায়ের পক্ষে অবস্থানকারী ব্যক্তিদের নির্বাচিত করা প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ নেতৃত্বকে সঙ্গে নিয়ে একটি শোষণমুক্ত, বঞ্চনাহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করবে।
তিনি আরও বলেন, আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের পতাকার নিচে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। এ লক্ষ্য অর্জনে সকল স্তরের দায়িত্বশীলদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রুস্তম আলী। এতে আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজী আব্দুল মাবুদ, যুব বিভাগের সভাপতি মাসুদার রহমান রানা প্রমুখ।
ইএ/টিকে