পঞ্চগড়ে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৭

পঞ্চগড়ে বাসের ধাক্কায় ইজিবাইকের সাত যাত্রী নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে পঞ্চগড়–তেতুলিয়া মহাসড়কের মাগুরমাড়ি চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা সবাই আটোরিকশার চালক ও যাত্রী। নিহত ব্যক্তিদের মধ্য তিনজন নারী, চারজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন। ইজিবাইকটি দুমড়েমুচড়ে বাসের ভেতরে ঢুকে যায়। লাশ টেনে বের করা হয়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পঞ্চগড় সদর হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত দুইজনের মৃত্যু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ওই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, উদ্ধার কাজে অংশ নিতে গেলে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের লোকদের ওপর হামলা করে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়।

স্থানীয়দের হামলায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজিবুল, কনস্টেবল রিপন, সফিউল ও স্থানীয় সাংবাদিক দিদার হোসেন বাদশা আহত হয়েছেন। হামলা থেকে রক্ষা পেতে পুলিশ সদস্যরা স্থানীয় মাগুরমাড়ি বিওপি ক্যাপে গিয়ে আশ্রয় নিয়েছে। 

 

টাইমস/এসআই 

Share this news on: