ব্যাট হাতে সেভাবে কিছু করতে পারছিলেন না সাকিব আল হাসান। আর বল হাতে মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্সকে জিতিয়েছেন কানাডার সুপার সিক্সটি’র সেমিফাইনালে। কিন্তু ফাইনালে তিনি বোলিংয়েই এলেন না। তার আগে হেরেছে দল। যদিও এর আগে বিপর্যস্ত মন্ট্রিয়েলের হয়ে ১২ বলে ২৯ রানের ঝোড়ো ক্যামিও খেলেছেন সাকিব। শেষ পর্যন্ত শিরোপার স্বপ্নভঙ্গ হওয়ায় তা হতাশায় রূপ নিয়েছে।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কানাডা সুপার সিক্সটির ফাইনালে মন্ট্রিয়েলের প্রতিপক্ষ ছিল ব্র্যাম্পটন ব্লিটজ। টস হেরে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে সাকিবের নেতৃত্বাধীন মন্ট্রিয়েল। সাবেক এই বাংলাদেশ অধিনায়কের ২৯ এবং ওপেনার দিলপ্রিত বাজওয়ার ১৮ রানে ভর করে তারা টেনেটুনে ৬৯ রান তোলে। জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। মাত্র ৫.৫ ওভারেই ২ উইকেটে গন্তব্যে পৌঁছে যায় গাপটিল-ভিন্সদের ব্লিটজ।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে ধুঁকছিল মন্ট্রিয়েল। একপ্রান্তে সাকিবকে দর্শক বানিয়ে যাওয়া-আসার মিছিল শুরু করে তার সতীর্থরা। অস্ট্রেলিয়ান হিটার ব্যাটার জশ ব্রাউন আউট হন রানের খাতা খোলার আগেই। ওপেনার দিলপ্রিত আউট হওয়ার আগে ৮ বলে ৩ চার ও এক ছক্কায় ১৮ রান করেন। এরপর সাকিব ছাড়া দলের আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। সাকিব ১২ বলে ২ চার ও ৩ ছক্কায় করেন ২৯ রান।
ব্র্যাম্পটন ব্লিটজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কানাডিয়ান বোলার ডিলন হেইলিগার। এ ছাড়া ডেভিড ভিসা ও ক্রিস গ্রিভস ৩টি করে শিকার ধরেন। মন্ট্রিয়েলকে মাত্র ৬৯ রানে আটকে দিয়ে জয়ের ভিত গড়ে দেন বোলাররা। ফলে তাদের লক্ষ্যটাও হয় তুলনামূলক সহজ। যদিও প্রথম ওভারেই ওপেনার উইল স্মিদ আউট হয়ে যান ব্যক্তিগত ৭ রানে। এরপর মার্টিন গাপটিল ও জেমস ভিন্সের ৫৩ রানের জুটিতে জয়ের পথ সুগম হয় ব্লিটজের।
গাপটিল শেষ পর্যন্ত ১৩ বলে ২ ছক্কায় ২৩ রানে অপরাজিত ছিলেন। আউট হওয়ার আগে ভিন্স ১৬ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৩৪ রান। মন্ট্রিয়েলের হয়ে ২ উইকেট নিয়েছেন ব্রাড কুরি। ৫.৫ ওভারেই ফলাফল নিশ্চিত হয়ে যাওয়ায় বোলিংয়ে আসা হয়নি সাকিবের।
টিজে/টিকে