রাকসু নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াত নেতাদের অবস্থান, উত্তেজনার শঙ্কা

দীর্ঘ ৩৫ বছর পর আজ (বৃহস্পতিবার) সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটা পর্যন্ত দুই দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় জড়ো হতে দেখা যায়।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দু’দলের মধ্যে কোনো উত্তেজনা দেখা যায়নি। তারা বিভিন্ন স্পটে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা মেইনগেটের উল্টো পাশে অবস্থান নিয়েছে যুবদলের নেতাকর্মীরা, তার পাশে কাজলা পানির পাম্প এলাকায় অবস্থান নিয়েছে জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীরা, তার একশ মিটার দূরে বিশ্ববিদ্যালয় মেইনগেটের কাছাকাছি বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

তালাইমারি, বিনোদপুর, অক্টোয়ের মোড় এলাকায় ঘুরেও বিএনপি, জামায়াতের নেতাকর্মীদের দেখা যায়। বেলা বাড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকায় বিএনপি, জামায়াত নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতি বাড়ছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বুধপাড়া, বিশ্ববিদ্যালয় স্টেশন, কড়ইতলা রেল ওভারপাস এলাকায় দুই দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বিএনপি, জামায়াত সমর্থক নেতাকর্মীদের শান্তিপূর্ণ ভাবে অবস্থান করলেও ফলাফলের সময় ঘনিয়ে আসলে উত্তেজনা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল গেটের বাইরে চা দোকানে কথা হয় স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলামের সঙ্গে । তিনি বলেন, নির্বাচন দেখতে সব দলের নেতাকর্মী আসছে এই এলাকায়। এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ভোট শেষে কি হয়, সেটাই দেখার বিষয়।

তিনি আরও বলেন, ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যেমন আনন্দ যেমন রয়েছে । তেমনি শঙ্কা রয়েছে। কারণ অনেটা মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতে নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের কাজলাগেটের কাছে অবস্থান করা রাজশাহী মহানগর যুবদলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম রবি বলেন, আমরা বিভিন্ন মিডিয়া দেখলাম জামায়াত, শিবির সমর্থকরা অবস্থান নিয়েছে। সেজন্য আমাদের অবস্থান। ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে, আমরা চাই সুষ্ঠু ভোট। কোনো দুর্নীতি, কারচুপি চাই না। আমরা ডাকসু, জাকসুর মতো নির্বাচন চাই না।

তিনি বলেন, রাজশাহী বিএনপির ঘাঁটি। আমরা চাই যেই দলই জিতুন নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ হয়।

এক প্রশ্নের জবাবে রবিউল ইসলাম রবি বলেন, রাজশাহী শান্তিপূর্ণ নগরী। এখানে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ আছে। কোনো ঝামেলা হবে না।

কাজলা পানির পাম্প এলাকায় অবস্থান করা জামায়াত সমর্থক আল আমিন বলেন, আমরা বহু বছর নির্বাচন দেখিনি। আমরা রাকসু নির্বাচন দেখতে এসেছি। যেহেতু আমাদের ভেতরে ঢুকার সুযোগ নেই তাই বাইরে অপেক্ষা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও বুকে লেখা নাই কে বিএনপি, কে জামায়াত। রাজশাহী শান্তিপূর্ণ শহর। কোনো ঝামেলার সম্ভাবনা নাই।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, বহিরাগতদের ব্যাপারটা আমাদের ইউনিভার্সিটির এখতিয়ারের বাইরে। ক্যাম্পাসের বাইরে কি হচ্ছে, না হচ্ছে ওইখানে আমাদের কোনো জুডিসডিকশন নেই। এই কাজটার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, তারা যেন একটু নজরদারি রাখেন। যেন বাইরে থেকে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না হয়। আমি যেটুকু জানছি ওনারা আন্তরিকতার সাথে সেই চেষ্টা করছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা আজ, থাকবেন তারেক রহমান Jan 16, 2026
img
আজ কেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর Jan 16, 2026
img
৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করল ইরান Jan 16, 2026
img
পবিত্র শবে মেরাজ আজ Jan 16, 2026
img
যশোরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ১ জনের Jan 16, 2026
img
শীতে অতিরিক্ত কফি খেলে শরীরে কী প্রভাব পড়তে পারে? Jan 16, 2026
img
প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে: নুরুদ্দিন অপু ‎ Jan 16, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Jan 16, 2026
img
রেসিং সান্তান্দেরকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা Jan 16, 2026
img
শীতে ভিটামিন ডি-এর ঘাটতি দূর করবেন কিভাবে? Jan 16, 2026
img
আজ থেকেই মাঠে ফিরছে বিপিএল Jan 16, 2026
img
খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি: রবিন Jan 16, 2026
img
বারবার হেঁচকি ওঠা কি কোনো রোগের ইঙ্গিত? Jan 16, 2026
img
প্রতিদিন সর্বোচ্চ কয়টি ডিম খাওয়া যায়? Jan 16, 2026
img
আমাদের নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় : এ্যানি Jan 16, 2026
img
ইউরোপীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ Jan 16, 2026
img
১৬ জানুয়ারি: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Jan 16, 2026
img
চাঁদাবাজি-দখলবাজি করতে দেব না, কেউ দুর্নীতি করলে পুলিশে ধরিয়ে দিন : শামা ওবায়েদ Jan 16, 2026
img
ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর Jan 16, 2026
img
ভোট দিবা, ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবা: জামায়াত আমির Jan 16, 2026