জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনে প্রায় শতাধিক নেতাকর্মী মাঠে রয়েছেন। এবার তাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় দলটির গুলশান কার্যালযে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠককে ঘিরে সিলেটজুড়ে চলছে আলোচনা।
বৈঠকে অংশ নিতে সিলেট বিভাগের অন্ত ৮০ থেকে ৯০ জন নেতা ঢাকায় রয়েছেন। এর মধ্যে শুধু সিলেট জেলার ছয় সংসদীয় আসনের অর্ধ শতাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।
বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা নাম প্রকাশ না করে বলেছেন, ‘জামায়াতে ইসলাম অনেক আগেই তাদের প্রার্থী ঘোষণা দিয়েছে। বিএনপি এখনো এক্ষেত্রে পিছিয়ে।
একেকটি সংসদীয় আসনে ৭ থেকে ৮ জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করছেন। ফলে তারা কেউ জানেন না কে মনোনয়ন পাবেন। এটি প্রার্থীদের প্রচারে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলছে। যে কারণে দল এই বৈঠকে প্রার্থী ঘোষণা না করলেও কারা মনোনয়ন পাচ্ছেন তাদের স্পষ্ট ইঙ্গিত দিয়ে দেবে।’
তবে বৈঠককে ঘিরে দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে কৌতুহল ও উৎকণ্ঠা কাজ করছে। অনেকে বলছেন, কারা প্রার্থী হচ্ছেন তা রবিবারই নির্ধারিত হয়ে যাবে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন। অনেকে সম্ভাব্য প্রার্থী কে কে হতে পারেন তারও তালিকা দিচ্ছেন।
এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ‘দলের মহাসচিবের সঙ্গে বৈঠককে ঘিরে আনা আলোচনা ডালপালা মেলেছে। অনেকে উৎকণ্ঠা ও কৌতুহল নিয়ে বৈঠকের অপেক্ষা করছেন। তবে বাস্তবতা ভিন্ন।’
তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে এটা কিন্তু দলের মনোনয়ন বোর্ডের বৈঠক নয়। সুতরাং এখানে নমিনেশন দেওয়ার বিষয় নেই। মূলত যারা মাঠে কাজ করছেন তাদের স্পষ্ট নির্দেশনা দিতে দলের মহাসচিক তাদের বৈঠকে ডেকেছেন।’
টিজে/টিকে