রাজধানীর গুলশান এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাতে ডিবি পুলিশের একটি দল গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ৫আগষ্টের পর অন্যান্য নেতা-কর্মীদের সাথে পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফও ঢাকায় আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
পটুয়াখালী ডিবি পুলিশের ওসি জসিম উদ্দিন জানান, তারা দীর্ঘদনি ধরে ঢাকায় পালিয়ে আছে, পটুয়াখালী পুলিশের কাছে এমন কোন তথ্য নেই। তবে আমরা জেনেছি আরিফকে ডিএমপি পুলিশ গ্রেফতার করেছে।
টিজে/টিকে