প্রভাসকে ঘিরে প্রত্যাশার পারদ আরও এক ধাপ চড়ালেন পরিচালক হনু রাঘবপুদি। তাঁর আসন্ন ছবি ‘ফৌজি’ নিয়ে এবার স্পষ্ট ঘোষণা দিলেন নির্মাতা নিজেই। জানালেন, এই ছবির গল্প লেখা হয়েছে একমাত্র প্রভাসকে কেন্দ্র করেই। অন্য কোনো অভিনেতার কথা মাথায় রেখে নয়, প্রভাসের ব্যক্তিত্ব, পর্দার উপস্থিতি ও অভিনয়শৈলীকে সামনে রেখেই তৈরি হচ্ছে এই সিনেমার কাঠামো।
আবেগনির্ভর গল্প বলা আর দৃষ্টিনন্দন উপস্থাপনার জন্য পরিচিত হনু রাঘবপুদি এর আগেই দর্শকের আস্থা অর্জন করেছেন। সেই পরিচালকের সঙ্গে প্রভাসের প্রথম সহযোগিতাই ‘ফৌজি’কে প্রভাসের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি করে তুলেছে। পরিচালকের কথায়, দর্শকের জন্য অপেক্ষা করছে এক বিশাল চমক, যা শুধু গল্পে নয়, অভিজ্ঞতার দিক থেকেও আলাদা মাত্রা যোগ করবে।
নির্মাতা ইঙ্গিত দিয়েছেন, এই ছবি আর পাঁচটা বাণিজ্যিক সিনেমার মতো নয়। এটি তৈরি হচ্ছে প্রভাসের পর্দাসত্তাকে মাথায় রেখে, যেখানে থাকবে নতুনত্ব, তীব্রতা আর স্মরণীয় মুহূর্ত। প্রভাসকে যে রূপে দর্শক আগে দেখেননি, সেই দিকটি তুলে ধরাই এই ছবির মূল লক্ষ্য।
সব মিলিয়ে ‘ফৌজি’ শুধুমাত্র আরেকটি ছবি নয়, বরং প্রভাসকে ঘিরে সাজানো এক বিশেষ চলচ্চিত্রিক আয়োজন। নির্মাতাদের আত্মবিশ্বাস আর পরিকল্পনা দেখে অনুরাগীদের বিশ্বাস, বড় পর্দায় এক অনন্য অভিজ্ঞতার দিকেই এগোচ্ছে এই ছবি।
আইকে/টিএ