গাজীপুরের কালিগঞ্জে গান গেয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ও তার স্ত্রী শম্পা হক। শনিবার (২৪ জানুয়ারি) রাতে ওই এলাকার একটি পূজা অনুষ্ঠানে তারা এই ব্যতিক্রমী প্রচারণা চালান।
জানা যায়, কালিগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দারকাভাঙা যুব সংঘ আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। তার সঙ্গে স্ত্রী মিসেস শম্পা হকও মঞ্চে ছিলেন।
ফজলুল হক মিলনের গান গাওয়ার সময় স্ত্রী শম্পা হক নিঃশব্দে ঠোঁট মিলিয়ে স্বামীকে উৎসাহ দেন। শীতের ঠান্ডায় ভাঙা ভাঙা গলায় চমৎকার গানে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও হাত তালি দিয়ে প্রশংসা করছিলেন।
এই গানের একটি ভিডিও ফজলুল হক মিলন নিজের ফেসবুকে পোস্ট করেন। প্রথম এক ঘণ্টায় পোস্টে ৪৪১ লাইক, ৫৯টি কমেন্ট ও ৬৫টি শেয়ার হয়। কমেন্টে প্রায় সবাই গানের প্রশংসা করেছেন।
বকুল হোসেন নামে একজন কমেন্টে লিখেছেন, আমি একদিন গাড়িতে খালি গলায় লিডারের গান শুনেছি—সত্যিই দারুণ লেগেছিল। তাই বলছি, সাউন্ড সিস্টেম ভালো থাকলে গানটা আরো অনেক ভালো লাগত। তবুও সব সীমাবদ্ধতার মাঝেও লিডারের পরিবেশন ছিল প্রশংসনীয়। লিডার, আপনি একজন অলরাউন্ডার। আপনার জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা।
বিশিষ্ট অভিনেতা ও বিএনপি নেতা আশরাফ হোসেন টুলু কমেন্টে লেখেন, লিডার, অবশেষে সংগীত শিল্পী? নিশ্চয়ই এদেশে শিল্প সাহিত্যের বিকাশ ঘটবে, সেই প্রত্যাশা করছি।
কেউ লিখেছেন অসাধারণ গান, কেউ লেখেন সেই রকম হয়েছে। কমেন্টে প্রার্থীর গানের প্রশংসা ভেসে যায়। এ বিষয়ে অনুভূতি জানতে এ কে এম ফজলুল হক মিলনকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে ৭ জন প্রার্থী প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ ৭ প্রার্থী এখন প্রচারণায়।
ইউটি/টিএ