মেলায় দ্বিতীয় দিনে রাজস্ব আদায় ৪৭৯ কোটি টাকা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক আয়োজিত আয়কর মেলার দ্বিতীয় দিনে ৪৭৯ কোটি ১ লাখ ২৮ হাজার ৭৯৭ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

শুক্রবার এনবিআর এই তথ্য জানায়। বৃহস্পতিবার মেলার প্রথমদিন রাজস্ব আদায় হয়েছিল ৩২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকা।

আজ সকাল ৯টা থেকে বিকাল ৫ পর্যন্ত মেলা চলে। তবে জুমার নামাজ থাকায় দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মেলায় কার্যক্রম বন্ধ থাকে।

মেলায় আজকে সেবা নিয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮৪ জন। এর মধ্যে রিটার্ন দাখিল করেছেন ৭৩ হাজার ৭৪৩ জন। আর ৩ হাজার ৬০২ জন নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন।

বৃহস্পতিবার মেলায় সেবা নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৭৫৮ জন। এর মধ্যে রিটার্ন দাখিল করেন ৬৩ হাজার ২৭২জন আর ৪ হাজার ৩৬৬ জন নতুন ই-টিআইএন নিবন্ধন করেন।

মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এবার মেলায় নগদ, রকেট, বিকাশ, শিওর ক্যাশের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে দেয়া যাচ্ছে।



টাইমস/এএইচ/এসআই

Share this news on: