বেশিরভাগ আমেরিকান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে!

বেশিরভাগ আমেরিকান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের এক জরিপে উঠে এসেছে। জরিপে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করলেও দেশটিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রতি জনসমর্থন বৃদ্ধি পেয়েছে।

জরিপ বলছে, অধিকাংশ আমেরিকান; যাদের মধ্যে ডেমোক্র্যাটদের ৮০ শতাংশ এবং রিপাবলিকানদের ৪১ শতাংশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত বলে মতামত দিয়েছেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার অবস্থানের সঙ্গে জনমতের সামঞ্জস্য নেই।

রয়টার্স-ইপসোসের এই ছয় দিনব্যাপী জরিপ শেষ হয়েছে সোমবার। বুধবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ উত্তরদাতা ফিলিস্তিনকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পক্ষে মত দিয়েছেন। তবে মার্কিন স্বীকৃতির বিরোধিতা করেছেন ৩৩ শতাংশ এবং বাকিরা স্বীকৃতি দেওয়া উচিত কি না, সেই বিষয়ে নিশ্চিত নন কিংবা প্রশ্নের উত্তর দেননি।ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের মধ্যে প্রায় অর্ধেকই অর্থাৎ ৫৩ শতাংশ ফিলিস্তিনকে মার্কিন স্বীকৃতির বিরোধী আর ৪১ শতাংশ স্বীকৃতির পক্ষে সমর্থন জানিয়েছেন।

সম্প্রতি ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অনেকেই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। পশ্চিমা মার্কিন মিত্রদের এই স্বীকৃতির তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। ১৯৪৮ সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে চলে আসা সংঘাতে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এমনকি দশকের পর দশক ধরে চলা সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি।

২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সদস্যরা ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা ও ২৫০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে। পরে সেদিনে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ওই উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ আমেরিকান মনে করেন, হামাসের হামলার পর গাজায় ইসরায়েল অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। আর ৩২ শতাংশ এর বিরোধিতা করেছেন। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরা মার্কিন প্রেসিডেন্ট গাজা যুদ্ধে ইসরায়েলকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করে আসছেন। চলতি মাসে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন ট্রাম্প।

রয়টার্স-ইপসোস জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন, ট্রাম্পের গাজা যুদ্ধের অবসান এবং যুদ্ধ পরবর্তী পরিকল্পনা সফল হলে তাকে স্বীকৃতি দেওয়া যেতে পারে। ৫১ শতাংশ উত্তরদাতা বলেছেন, যদি শান্তি প্রক্রিয়া সফল হয়, তাহলে ট্রাম্প ‌‌‘‘গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাওয়ার যোগ্য’’ বলে মনে করেন তারা। আর মার্কিন প্রেসিডেন্টকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে মত দিয়েছেন ৪২ শতাংশ। 

রয়টার্স-ইপসোসের ওই জরিপ অনলাইনে পরিচালনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজার ৩৮৫ জনের কাছ থেকে জরিপের প্রশ্নের উত্তর সংগ্রহ করেছে রয়টার্স ও ইপসোস।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img

মানবতাবিরোধী অপরাধ

ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিচার শুরুর সিদ্ধান্ত আজ Jan 22, 2026
img
গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ট্রাম্প Jan 22, 2026
img
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? Jan 22, 2026
img
বিএনপি থেকে বহিষ্কার কাজী নাজমুল হোসেন তাপস Jan 22, 2026
img
নির্বাচিত হলে চট্টগ্রামের স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দেব: সাঈদ আল নোমান Jan 22, 2026
img
মধ্যরাতে হঠাৎ সাময়িক বন্ধ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ Jan 22, 2026
img
নির্বাচনী প্রচার শুরু আজ, কোথায় কখন কী কর্মসূচি! Jan 22, 2026
img
নিরাপত্তা জোরদারে চট্টগ্রাম বন্দরে অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত Jan 22, 2026
img
ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল : বিবেক Jan 22, 2026
img
ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি Jan 22, 2026
img
যশোরে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার Jan 22, 2026
img
ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে হালো লিপস Jan 22, 2026
img
ভুয়া সনদে চাকরি, রাবিপ্রবিতে চাকরিচ্যুত শিক্ষক Jan 22, 2026
img
সরস্বতী পূজা ঘিরে আলোকসজ্জায় সেজে উঠেছে মাদারীপুর, নিরাপত্তার স্বার্থে বন্ধ শোভাযাত্রা Jan 22, 2026
img
হৃত্বিক রোশনের ছবির পোজ দেওয়ার সিক্রেট Jan 22, 2026
img
সেন্টমার্টিন রুটের জাহাজে ত্রুটি থাকায় পর্যটকদের ভোগান্তি Jan 22, 2026
img

পুলিশ সদস্যকে জুতাপেটা

রংপুরে হাতকড়াসহ পালাল যুবলীগ নেতা লিটন Jan 22, 2026
img
সরিষার তেলে ভেজাল আছে কি না কিভাবে বুঝবেন Jan 22, 2026
img
‘বিশ্বকাপ কে না খেলতে চায়’, আইসিসি বোর্ড সভার পর বিসিবি সভাপতি Jan 22, 2026
img
বিস্কুটে ছোট ছোট ছিদ্র থাকে কেন? জেনে নিন অবাক করা তথ্য Jan 22, 2026