দুইটি ৭৮৭-৯ ড্রিমলাইনার কিনার ঘোষণা বিমানের

বোয়িংয়ের কাছ থেকে আবারও দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার কেনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুবাই এয়ার শোতে এই ঘোষণা দেয় বিমান।

রোববার যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এর আগে বিমানের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এই আভাস দিয়েছিলেন।

তখন তিনি জানান, বোয়িংয়ের দুটি বিমান কেউ অর্ডার দিয়ে নেয়নি। তারা সেগুলো বিক্রি করতে চাইছে। আমরা সুযোগটা নেব। এরপর ৭৮৭-৯ ড্রিমলাইনার দুটি দাম নিয়ে বিমান আর বোয়িংয়ের মধ্যে দরকষাকষি চলে। সেই কাজ শেষ হলে সিয়াটলে বোয়িং ফ্যাক্টরিতে শুরু হয় বিমানের জন্য উড়োজাহাজ দুটি সাজিয়ে তোলার প্রস্তুতি।

ড্রিমলাইনার দুটি চলতি বছরই বিমানে যুক্ত হতে পারে বলে আভাস দিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

২৯৮ আসনের এই উড়োজাহাজগুলো একবার জ্বালানি ভরে ১৩ হাজার ৯৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। পুরনো উড়োজাহাজের তুলনায় এগুলো জ্বালানি ও কার্বন নিঃসরণ ২৫ শতাংশ কম ঘটায়।


টাইমস/এএইচ/এসআই

Share this news on: