বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা জনগণের কথা রাখবে তাদের ক্ষমতায় আসতে হবে। জনগণের কথা রাখার দল বিএনপি।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এবং প্রশাসনে আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির এ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মামলা দিয়ে গ্রেফতার করে দমানোর চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাকে রক্ষা করেছেন। দেশে ফেরার যখন তিনি প্রস্তুতি নিচ্ছেন তখনও দেশের মানুষ মনে করেন তারক রহমান নিরাপদ না।
শামসুজ্জামান দুদু বলেন, আগে ৩টা নির্বাচনে যারা লুটপাট করেছেন তাদের সরাতে হবে। সরকার কথা দিয়েছে আগে নির্বাচনে যারা ছিলেন তারা থাকবেন না। আশা করি সরকার কথা রাখবে। জালিম হত্যাকারী লুটেরাদের কোনো সুযোগ দেয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পিএ/এসএন