জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও লেগস্পিনার গ্রেম ক্রেমার সাত বছরের বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়।
ক্রেমার সর্বশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন। এরপর ক্রিকেট ছেড়ে গলফ খেলায় মনোযোগ দেন তিনি।
মাঝে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা ও বসবাস করেছিলেন তিনি, যেখানে তার স্ত্রী এয়ারলাইন পাইলট হিসেবে কাজ করেন।
এ বছর শুরুতে ক্রেমার জিম্বাবুয়ে ফিরে জাতীয় দলে সুযোগ পাওয়ার লক্ষ্য নিয়ে ক্লাব ক্রিকেটে অংশ নেন। সেই লক্ষে সফল হলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে তাকে।
সিরিজের প্রথম ম্যাচ হবে ২৯ অক্টোবর, এরপর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ও ২ নভেম্বর।
জিম্বাবুয়ে স্কোয়াড:
সিকান্দার রাজারা (ক্যাপ্টেন), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রেম ক্রেমার, ব্র্যাড এভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা ম্যাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুয়নয়ঙ্গা, টাশিংগা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডায়ন মায়ার্স, রিচার্ড নাগারাভা এবং ব্রেন্ডন টেইলর।
আরপি/টিএ