রাজশাহীর বাঘায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান (৩৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহিনুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও গঙ্গারামপুর গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে বাঘা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শাহিনুর। পথে বাঘা-মনিগ্রাম সড়কের বাসটারমিনাল এলাকার মিনাল মোড়ে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক ডা. নিহার চন্দ্র মণ্ডল তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান, সেখানে দুপুরে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, ‘সকালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহিনুর রহমান নিহত হয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
ইউটি/টিএ