এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের সংবিধান ও আইনি কাঠামো দলীয় স্বার্থের ওপরে থাকা উচিত। জামায়াতের যে কার্যক্রম, সেটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে তাদের আসলে নিজেদের স্বার্থগত চিন্তা ছাড়া গ্রেটার কোনো পলিটিকস নেই।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শো প্রগ্রামে তিনি এ প্রসঙ্গে কথা বলেন। শারমিন বলেন, কমিশন ও নির্বাচন সংক্রান্ত সংস্কার শুধু সাংবিধানিক আলোচনার মধ্যে আটকে গেছে, তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব ও জবাবদিহি করার মৌলিক রূপান্তর এখনো ঘটেনি।
যদি সদিচ্ছা থাকে, তাহলে সংক্ষিপ্ত সময়ে নির্বাচন কমিশন, পুলিশ কমিশন, দুদকসহ অন্যান্য প্রতিষ্ঠানকে সক্ষম ও স্বচ্ছ করা সম্ভব। তিনি প্রশ্ন তোলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে কি না। শারমিন বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একত্রিত হওয়া দলগুলোর মধ্যকার সংলাপই দেশের জন্য গুরুত্বপূর্ণ।
এসএস/টিএ