বেশি দামে বিক্রি: ভোলায় এক ট্রাক লবণ জব্দ, জরিমানা

ভোলা শহরে বেশি দামে বিক্রির সময় এক ট্রাক লবণ জব্দ করা হয়েছে। এ সময় মো. হাসান নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের মহাজনপট্টির খালপাড় এলাকায় থেকে লবণের ট্রাকটি জব্দ করেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন জানান, লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লে শহরের খালপাড় পাইকারি বাজারে ক্রেতারা লবণ কেনার জন্য ভিড় জমায়। এই সুযোগে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে লবণ বিক্রি শুরু করে।

খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে এক ট্রাক লবণসহ মো. হাসান নামের এক ব্যবসায়ীকে আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মহল বাজারের পরিবেশ নষ্ট করার জন্য গুজব ছড়াচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: