পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদের পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট ও খেলোয়াড় বিষয়ক কনসালট্যান্ট হিসেবে নিযুক্তি নিয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বোর্ডের এই ‘বিচক্ষণ ও ভবিষ্যৎমুখী’ সিদ্ধান্তকে প্রশংসা করেছেন।
আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘শান মাসুদকে পিসিবির আন্তর্জাতিক পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন, এটি একটি চমৎকার নির্বাচন।’ তিনি আরো সুপারিশ করেছেন যে সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ঘরোয়া ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত।
আফ্রিদি লিখেছেন, ‘শুধু ক্রিকেটাররাই তাদের সহকর্মী খেলোয়াড়দের চ্যালেঞ্জ ও প্রয়োজন বোঝে। এই দায়িত্বগুলো সঠিক হাতে থাকা সত্যিই ভালো।’ পিসিবি জানিয়েছে, নতুন ভূমিকা আন্তর্জাতিক ক্রিকেট অপারেশনস পরিচালক পদে থাকা কয়েকটি দায়িত্ব একত্রিত করেছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্ট পরিকল্পনা ও আয়োজন, জাতীয় দল, শাহিনস, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৬ এবং উদীয়মান দলের হোম ও বিদেশ সফরের জন্য এমওইউ চূড়ান্তকরণ, আইসিসি সভার প্রস্তুতি, লজিস্টিক ও টুর্নামেন্ট বাজেট উন্নয়ন, চুক্তি কার্যকরীকরণ এবং ফ্রিকোয়েন্ট টেস্ট প্ল্যান (এফটিপি) সফরের জন্য সমন্বয় কাজ।
শান মাসুদ ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে ৪৪টি টেস্ট, ৯টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন ১৪টি ম্যাচে, যার মধ্যে ৪টি জয় এবং ১০টি পরাজয়। তার সর্বশেষ অধিনায়কত্ব ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ১-১ ড্র।
এসএস/টিএ