বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গ্রামে গ্রামে আপনারা যারা এতদিন ভোট দিতে পারেননি। কীভাবে ভোট হয়েছে রাতের অন্ধকারে, খালেদা জিয়াকে বন্দি রেখে, আমাকে-আপনাকে অত্যাচার-নির্যাতন করে, বন্দি রেখে, জেলে দিয়ে। এগুলো দখলদারিত্ব, ভোট না। দেশে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুন্দর পরিবেশে একটি নির্বাচন হবে। আমার বিশ্বাস আপনারা ধানের শীষকে বিজয়ী করেছেন এবং করবেন ইনশাআল্লাহ। কারণ ধানের শীষই পারে আপনাদের পাশে থাকতে। ধানের শীষই পারে আপনাদের যে কোনো উন্নয়নে, সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিতে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরে বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও মহিলা দল এ আয়োজন করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মাদকমুক্ত একটি সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার, নতুন চ্যালেঞ্জ। বিগত ১৭ বছরে মাদকের যে এজেন্ট ছিল এখনো সে এজেন্টগুলো উঠে যায়নি, কেউ না কেউ দূর থেকে চালাইতেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি এই অপকর্মগুলো করতেছে, সমাজের জন্য এটি একটি ব্যাধি। এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে একটা সরকারে নির্বাচিত প্রতিনিধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা লাগবে।
তিনি আরও বলেন, সমাজ, পরিবার ও নিজের গ্রামের জন্য সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেবেন আপনারা। যার কারণে মা বোন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা এখানে একত্রিত করেছি। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে সতর্ক হইতে হবে, আমাদেরকে প্রতিবাদী হইতে হবে। বিএনপি আপনাদের পাশে আছে, বিএনপি আপনাদের পাশে থাকবে। সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আপনারা আমাদের সঙ্গে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, এমএ হাসেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।
এবি/টিকে